সাগর-রুনি হত্যা : দ্রুত বিচার চান সাংবাদিকরা
রাজিব দাশ, চট্টগ্রাম ব্যুরো প্রধান।
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার ১২ বছর পূর্ণ হয়েছে। কিন্তু এখনও সেই হত্যার বিচার হয়নি। বিচার তো দূরে থাক, ১০৫ বার সময় নিয়েও তদন্তকারী সংস্থা প্রতিবেদনই দাখিল করতে পারেনি। তবুও সাংবাদিকরা এই হত্যার বিচার পাওয়ার বিষয়ে আশাবাদী। রবিবার চট্টগ্রাম সাংবাদিক সংস্থা (চসাস) আয়োজিত স্মরণ সভায় চসাস সভাপতি এ কথা বলেন।
সংস্থার সাধারণ সম্পাদক ওসমান এহতেসাম বলেন, স্বাধীন সাংবাদিকতার পথ বন্ধ করতেই বার বার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছানো হচ্ছে। তাই আর কালক্ষেপণ না করে খুনিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক।
সংস্থার সহ-সংগঠনিক সম্পাদক পলাশ কান্তি নাথের সঞ্চালনায় বক্তব্য রাখেন, দৈনিক মানব কন্ঠের প্রতিনিধি ও যুগ্ম সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক, প্রচার ও প্রকাশনা সম্পাদক গাজী গোফরান, তথ্য সংরক্ষণ সম্পাদক মনসুর আলম, চসাসের অনুষ্ঠিত নির্বাচনের নির্বাচন কমিশন প্রণব রাজ বড়ুয়া, নীলকমল সুশীল ও রাফিকা আক্তারসহ প্রমুখ।