মোঃ আরমান হোসেন
সাভারের আশুলিয়ায় দৈনিক সত্য প্রকাশ পত্রিকার ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। রবিবার (১১ ফেব্রুয়ারি) সন্ধা ৭টায় দৈনিক সত্য প্রকাশ পত্রিকার বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ে কেক কেটে এই প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
উক্ত অনুষ্ঠানের আয়োজন করেন দৈনিক সত্য প্রকাশ পত্রিকার সম্পাদক মোঃ শহিদুল ইসলাম বাবু এবং প্রকাশক মোঃ আরমান হোসেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক বাংলা ৭১ পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ কাজি দেলোয়ার , ধামরাই মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাহিদুর রহমান জাহিদ। মোঃ আশরাফুল আলম আশরাফ, মোঃ মজিবর রহমান, কাজী সজীব, মোঃ আমিনুল ইসলাম , ওমর ফারুক, মামুন, শাহ আলম সহ আরো গণ্যমান্য ব্যক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উপস্থিত গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে বর্ষসেরা 6 জনকে ক্রেস প্রদান করা হয় ক্রেস হাতে পেয়ে প্রতিনিধিরা উদ্বুদ্ধ হয়ে বলে ইনশাআল্লাহ আগামীতে আরো ভালো করার চেষ্টা করব এবং সর্বদা দৈনিক সত্য প্রকাশের পাশে থাকবো ইনশাআল্লাহ
কাজে দেলোয়ার ও জাহিদুর রহমান জাহিদ বলেন আমি দোয়া করি আপনারা যেভাবে কাজ করছেন এভাবে কাজ করে জান ইনশাল্লাহ এগিয়ে যাবেন।
মোঃ কাজি সজিব এবং আমিনুল ইসলাম দৈনিক সত্য প্রকাশ পত্রিকার সকলের মঙ্গল কামনা করে এবং আশুলিয়ায় সকল সাংবাদিকদের মঙ্গল কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি করেন।