মোঃ খাইরুজ্জামান সজিব সিনিয়র স্টাফ রিপোর্টার
গত- ১৩/০৯/২০২২ ইং সালে বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর বিমান বন্দর স্টেশনের চীফ ইন্সপেক্টর হিসেবে যোগদান করেন ময়মনসিংহের কৃতি সন্তান সিরাজুল ইসলাম । তিনি রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চীফ ইন্সপেক্টর হিসেবে ঢাকা বিমান বন্দর সার্কেলে যোগদানের পর থেকে পাল্টে যায় নিরাপত্তা বাহিনীর কর্ম চিত্র। সরজমনিনে গত-১২/০২/২০২৪ ইং রোজ সোমবার বিমান বন্দর স্টেশনে গেলে দেখা যায় সিআই সিরাজুল ইসলাম এর নিরলস তদারকীতে কর্তব্যরত আর এনবি সদস্যগন অস্ত্র-গুলিসহ কঠোর নিরাপত্তা ও দায়িত্ব পালন করে যাচ্ছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্বাপর সময়েও হরতাল অবরোধ, নাসকতা সহ – রেল সম্পদ সুরক্ষায় অনবদ্য ভূমিকা পালন করেছেন এই শৃঙ্খলা বাহিনীর অফিসার-ফোর্সগণ। এসময় সিআই সিরাজুল ইসলাম এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি চ্যানেল ওয়ান বিডি ডট কমের প্রতিনিধি কে জানান- “দেখেন আমার রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চীফ ও বিভাগীয় কমান্ডেন্ট মো: জহিরুল ইসলাম স্যার এবং মোঃ শহীদ উল্লাহ স্যারের নিরলস তত্বাবধানে আমরা রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সকল চীফ ইন্সপেক্টর অফিসার ও ফোর্সগণ দিন রাত- শীত উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছি।আরাে জানা যায়- সিরাজুল ইসলাম কবি নজরুল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষে -২০১৩ সালে বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর উপ- পরিদর্শক হিসেবে যোগদান করে সরকার কর্তৃক অর্পিত দায়িত্ব অতি স্বচ্ছতা ও নির্ভীক সাহসীকতার সাথে পালন করে যাচ্ছেন। তিনি আরও জানান আমরা সদা তৎপর রয়েছি যেনো অত্র এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে। এছাড়াও তিনি চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধে চলমান বিশেষ অভিযানে সকলের সহযোগিতা একান্ত ভাবে কামনা করেছেন।