কবি আকিকুর রহমান তালুকদার
তেরোশতো আটান্নতে ঝরে বীরের রক্ত
ফাগুন মাসে লড়াই করে মায়ের যতো ভক্ত,
জীবন দিয়ে ভাষা সৈনিক ভাষার জন্য লড়ে
বিশ্ববাসি বঙ্গবাসি তাঁদের স্বরণ করে।
বাংলা আমার মায়ের ভাষা পাই যে মনে আশা
জন্ম থেকেই মায়ের কোলে শুনি মধুর ভাষা।
ফাগুন মাসে আট তারিখে মিছিল হলো ঢাকা
উর্দু ভাষি হানাদার গন চালায় বুকে চাকা।
স্বাধীন ভাষায় স্বাধীন প্রকাশ গর্বে ভরে বুক
স্বাধীন দেশে স্বাধীন জাতি পাই যে কতো সুখ।
স্বাধীন দেশে নিশান হাতে যাইযে কতো লিখে
বাংলা ভাষার শহীদ মিনার বিশ্বের সর্ব-দিকে।
আউল বাউল গানের দেশে বাংলা ভাষার সুরে
রাখালিয়া বাজায় বাঁশি ঐ যে বাজে দূরে।
আন্তর্জাতিক মাতৃভাষা বাংলা ভাষার গর্ব
ভাষার দিনে বাংলা মায়ের শোক ও শ্রদ্ধার পর্ব।
ভাষার জন্য লড়াই হলো ইংরেজী সাল গুনি
রক্ত ঝরে ফাগুন মাসে ভাষা হলো গুনী,
শহীদ সকল বাংলা ভাষার শ্রদ্ধা হাজার ফুলে
দেশ হতে দেশ দেশান্তরে নিজ ভাষা রয় মুলে।