মোহাম্মদ আতিকুল্লাহ চৌধুরী চট্টগ্রাম
মহান সৃষ্টিকর্তার নামে গাড়িতে চড়ি নিরাপদে বাড়ি ফিরি, সড়ক দূর্ঘটনা মুক্ত দেশ গড়ি, সড়কে যানজট, অযথা পার্কিং না ওভারটেক, জনদুভোর্গ এসবকে ❝না❞ বলি…
এই স্লোগান কে সামনে রেখে মানব বন্ধন করলেন শাহ আনোয়ার রাহমাতুল্লাহি ফাউন্ডেশন এর পক্ষে লায়ন ডাক্তার হাফিজুর রহমান ও উওর চট্টগ্রামের সেচ্ছাসেবী ও রক্ত দাতা সংগঠন মানবতার কল্যাণ আমরা ও মানবতার কল্যাণে ব্লাড ডোনার্স।
১৪ ই ফেব্রুয়ারী বুধবার দুপুর ১টা ৩০মিনিটে হাটহাজারী বাসস্ট্যান্ড চত্বর থেকে শুরু করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১ নাম্বার মোড়ে, নন্দীরহাট মোড়ে, চৌধুরীহাট মোড়ে, বড়দিঘীরপাড় মোড় হয়ে আমানবাজার গিয়ে এটি শেষ হয়, এই সময় উপস্থিত ছিলেন মানবিক ডাক্তার লায়ন হাফিজুর রহমান, শাহ আনোয়ার রাহমাতুল্লাহি ফাউন্ডেশন এর সদস্য এবং মানবতার কল্যাণে আমরা সংগঠনের সকল সদস্যবৃন্দ।
উক্ত মানববন্ধনে জনসচেতনতা মূলক দাবি পেশ করা এতে বলা হয়
• দুর্ঘটনা আগে নয়, সচেতন আগে হই।
• আপনার সড়ক দুর্ঘটনায় স্ত্রী হবে স্বামী হারা, ছেলে হবে বাবা হারা।
• একটি দুর্ঘটনায় অনেক পরিবার ধ্বংসের কারণ হতে পারে।
• সময়ের চেয়ে জীবনের মূল্য বেশি
• চালক ভাই, চলন্ত গাড়ীতে মোবাইলে কথা বলবেন না।
• ট্রাফিক আইন মেনে চলুন
• পুলিশের ভয়ে হেলমেট নয়, জীবন বাঁচাতে হেলমেট পড়তে হয়।
•একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না।
• যেখানে সেখানে যাত্রী উঠা নামা করবেন না।
• আপনি যদি করেন ভুল, পরিবার পরিজন দিবে মাশুল
• গতি নিয়ন্ত্রনে গাড়ী চালান।
প্রচারে:শাহ্ আনোয়ার (রহঃ) ফাউন্ডেশন পক্ষে লায়ন ডাঃ হাফিজুর রহমান
মানবতার কল্যাণে আমরা ও মানবতার কল্যাণে ব্লাড ডোনার্স।