বিশেষ প্রতিনিধিঃ
হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর ইউনিয়নের পাহাড় পুর পূর্ব কালনী দোয়েল ক্লাবের উদ্যাগে ১৪ ফেব্রুয়ারী, বুধবার শ্রী শ্রী স্বরস্বতী পূজা উদযাপন করা হয়। উক্ত পূজায় উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়। পূর্ব কালনী দোয়েল ক্লাবের সভাপতি সতেন্দ্র দাস,সাধারণ সম্পাদক নিউটন দাস এর সহযোগিতায় ও মৃদুল কান্তি দাস এর সঞ্চালনায় নিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। উক্ত অনুষ্ঠানে বিচারক মন্ডলীর দ্বায়িত্ব পালন করেন আজমিরীগঞ্জ উপজেলা মডেল প্রেসক্লাব এর প্রচার সম্পাদক রামকৃষ্ণ তালুকদার। দোয়েল ক্লাবের সাবেক সভাপতি নিপেশ কান্তি দাস। অনুষ্ঠানে প্রথম পুরস্কার ১টি মোবাইল সেট। অর্জন করেন প্রমি চৌধুরী, মধ্যের হাটি পাহাড় পুর। ২য় পুরস্কার অর্জন করেন দোয়েল ক্লাবের ক্রেচ, রিয়া রানী দাস, এবং ৩য় পুরস্কার অর্জন করেন নন্দিনী রানী দাস শিবের হাটি।এছাড়া ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অএ এলাকার নারী, পুরুষ, ছাত্র ছাএী সহ বিভিন্ন পেশার মানুষ।