ভোলা প্রতিনিধি:
ভোলার লালমোহনে মালবাহী ট্রলিচাপায় মনছুরা বেগম (৬৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছে। এ সময় জাফর নামের আরও এক বৃদ্ধ আহত হয়েছেন। পুলিশ এ ঘটনায় ট্রলির চালককে আটক করেছেন।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পৌরসভা ৫ নং ওয়ার্ডের লঞ্চঘাট সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত মনছুরা বেগম উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আসুলি গ্রামের আব্দুর রশিদের স্ত্রী। আহত জাফর লালমোহন পৌরসভার ৭ নং ওয়ার্ডের আব্দুল হালিমের ছেলে। তাকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত বৃদ্ধা মানছুরা বেগম ও আহত বৃদ্ধ জাফর হোসেন রাস্তা পার হচ্ছিল। এ সময় দ্রুতগতির একটি মালবাহী ট্রলি তাদের দু’জনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মনছুরা বেগমের মৃত্যু হয়। স্থানীয়রা গুরুতর অবস্থায় আহত জাফরকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে ভর্তি করেন। পরে তাকে উন্নত চিবিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়।
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাহবুব উল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিহত বৃদ্ধার পরিবার সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করেছেন। সেই মামলায় ট্রলি চালককে আটক করা হয়েছে। গাড়িটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়ায় পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।