একুশ আমার চেতনা
কথা ও সুরঃ এ এস এম সাদেকুল ইসলাম।
একুশ আমার চেতনা
একুশ আমার অহংকার
একুশ আমার ভালোবাসা
নতুন করে জাগ বার।।
একুশ আমার সংগ্রাম করে
অধিকার ফিরে পাওয়া
একুশ আমার নতুন পণে
অগ্রগামী হওয়া
একুশ আমার স্মৃতিসৌধ আর
স্মরণ শহীদ মিনার ||
একুশ আমার রক্ত রাঙা
মাঠ ‘ঘাট রাজপথ
একুশ আমায় বাঁচতে শেখায়
নিয়ে ন্যায় শপথ
একুশ আমার দুঃসাহসী
ভয় না কারাগার||
একুশ আমার জাগ্রত মন
রক্ত দিয়ে কেনা
একুশ আমার জীবন দানে
যুদ্ধ করে আনা
একুশ আমার মায়ের ভাষা
শ্রেষ্ঠ বসুন্ধরার ||