এম এ খালেক খান :
উত্তর জনপদের কৃতি সন্তান, দেশের সমাজ পরিবর্তন ও নারী জাগরণের অগ্রপ্রথিক, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষাবিদ, দেশে শিক্ষা সম্প্রসারণের কিংবদন্তীর নায়ক, বর্তমান যুগের আলোকবর্তিকা, বগুড়ার অহংকার, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা বগুড়ার টিএমএসএস বিনোদন জগতের অভ্যন্তরে বগুড়ায় প্রথম বেসরকারি ব্যবস্থাপনায় টিএমএসএস এর উদ্যোগে পশু অভয়ারণ্য ও চিড়িয়াখানার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। টিএমএসএস ইকো পার্ক, ঠেঙ্গামারায় বিনোদন জগতের অভ্যন্তরে প্রাকৃতিক পরিবেশে করতোয়া নদীর তীরে ২০ ফেব্রুয়ারি এই চিড়িয়াখানার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।টিএমএসএস এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোছাঃ গুল নাহার পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন ও টিএমএসএস পশু অভয়ারণ্য ও চিড়িয়াখানার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বগুড়া জেলার, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ড. মোঃ আনিছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন বগুড়া সদর উপজেলা পানি সম্পদ কর্মকর্তা ডাক্তার এ কে এম ফরহাদ নোমান, অতিরিক্ত প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোসাম্মৎ নাসরিন পারভিন ও বিসিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক টিএম আলী হায়দার প্রমুখ। প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, বেসরকারি ব্যবস্থাপনায় চিড়িয়াখানা পরিচালনা করা যেমন জটিল, তেমনি ব্যয়বহুল। তিনি বলেন টিএমএসএস এর এমন উদ্যোগের ফলে এ অঞ্চলে প্রাণি সম্পদের যেমন বিস্তার ঘটবে তেমনি নিরাপদ পরিবেশ গড়ে উঠবে। আগামীতে এই চিড়িয়াখানাটি সাফারি পার্কে পরিনত করার আহবান জানিয়ে তিনি সকল ধরনের সহযেগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানের শুরুতে টিএমএসএস প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম বলেন,পশু অভয়াশ্রমের উদ্দেশ্য সকল প্রকার পশু প্রাণী স্বাচ্ছন্দে নিরাপদ পরিবেশে থেকে তাদের প্রজনন অব্যহত রাখবে। এই কাজ অত্যন্ত ব্যয়বহুল তাই টিএমএসএস এর সকল পর্যায়ের জনবলগনের ব্যক্তিগত আগ্রহ ও সহায়তা কামনা করেন। এই সহায়তার দ্বারা টিএমএসএস পরিবারস্থ সন্তান জীব বৈচিত্র পশু, পাখি ও প্রাণি বিষয়ে যথেষ্ট জ্ঞান লাভ করবে, আনন্দ উপভোগ করবে। তিনি বলেন কোন কিছুর ভাল লাগা, বিনোদন, আনন্দ মানব জীবনকে রোগমুক্ত ও আয়ুস্কাল বৃদ্ধি করে।
টিএমএসএস কর্মকর্তাদের মধ্যে টিএমএসএস এর উপনির্বাহী পরিচালক-২ রোটারিয়ান ডাঃ মতিউর রহমান, টিএমএসএস এর সেক্টর প্রধান উপনির্বাহী পরিচালক-৩ মোঃ সোহরাব আলী খান ও টিএমএসএস এর উপদেষ্টা মোঃ সহিদুল ইসলাম খান প্রমূখ বক্তব্য দেন। অনুষ্ঠানে টিএমএসএস এর পরামর্শক, উপদেষ্টা ও আইটি ও জিজি পরিচালক মোঃ মাহবুবুর রহমান, পরিচালক অপারেশন এন্ড উন্নয়ন মোঃ রেজাউল করিম, সহকারী পরিচালক সাগর কুমার বড়ুয়া, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক মোঃ আঃ খালেক খান ও টিএমএসএসের উপদেষ্টা আয়শা বেগম প্রমুখ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয়। অনুষ্ঠানে টিএমএসএসের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, নানা শ্রেণির মানুষ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান, একান্ত সচিব প্রশাসন মোঃ আঃ হান্নান, সহকারী পরিচালক মোঃ শাফি পারভেজ, এলাকার বহুগন্যমান্য ব্যক্তিবর্গ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।