২১শে ফেব্রুয়ারি সকল ভাষা শহীদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সংস্থা (অসকস) বাংলাদেশের সভাপতি সার্জেন্ট হুমায়ুন কবির(অবঃ)
শফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার : ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন সার্জেন্ট হুমায়ুন কবির(অবঃ) সভাপতি,অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা (অসকস)বাংলাদেশ।
সার্জেন্ট হুমায়ুন কবির(অবঃ) বলেন ভাষা সৈনিকরা তাদের কর্মের কারণে এদেশের সকল মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে আছেন এবং থাকবেন। যে সকল ভাষা শহীদগন, বাংলা মায়ের দামাল সন্তানেরা তাদের বুকের তাজা রক্ত বিলীন করে আমাদেরকে বাংলা ভাষায় কথা বলার সুযোগ করে দিয়েছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি।
আসুন আমরা সবাই মিলে এক সাথে কাঁধে কাঁধ মিলিয়ে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা (অসকস) বাংলাদেশ কে শক্তি শালী করে তুলি। এবং আমাদের তৃনমুল সহপাঠী ও সহযোদ্ধাগনের দীর্ঘদিনের মৌলিক অধিকার আদায় করতে পারি। ভাষার এই দিনে হোক আমাদের প্রত্যাশা।