২১শে ফেব্রুয়ারি সকল ভাষা শহীদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন ধ্রুবতারা সমাজ কল্যাণ ফাউন্ডেশন প্রবাসী শাখা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ।
নিজস্ব প্রতিনি :
২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন ধ্রুবতারা সমাজ কল্যাণ ফাউন্ডেশন প্রবাসী শাখা কমিটির সভাপতি মাওলানা আরাফাত হোসেন ও সাধারণ সম্পাদক হাসেম মোল্লা
ধ্রুবতারা সমাজ কল্যাণ ফাউন্ডেশন প্রবাসী শাখা কমিটির সভাপতি মাওলানা আরাফাত হোসেন বলেন ভাষা সৈনিকরা তাদের কর্মের কারণে এদেশের সকল মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে আছেন এবং থাকবেন। যে সকল ভাষা শহীদগন, বাংলা মায়ের দামাল সন্তানেরা তাদের বুকের তাজা রক্ত বিলীন করে আমাদেরকে বাংলা ভাষায় কথা বলার সুযোগ করে দিয়েছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি।
আসুন আমরা সবাই মিলে এক সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ কে মানবিক ও সামাজিক ভাবে শক্তি শালী করে তুলি।
মাতৃভাষার মাধ্যমে শিক্ষা লাভ করা প্রত্যেক মানুষের জন্মগত অধিকার। শিক্ষার মাধ্যম যে মাতৃভাষাই হওয়া উচিত এ ব্যাপারে আজ আর দ্বিমত নেই। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি তারিখে রফিক, সালাম, বরকত, জব্বার ছাড়াও অনেক নাম না জানা ছাত্ররা ভাষার জন্য জীবন উৎসর্গ করেছেন। আমরা বাঙালি জাতি। আমাদের মাতৃভাষা বাংলা।