ভাষা শহীদদের প্রতি চট্টগ্রাম সাংবাদিক সংস্থার শ্রদ্ধা
স্টাফ রিপোর্টার মোঃ আতিকুর গোলদার
অমর একুশে ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি চট্টগ্রাম সাংবাদিক সংস্থা (চসাস) এর পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। চসাস সভাপতি সৈয়দ দিদার আশরাফী ও সাধারণ সম্পাদক ওসমান এহতেসাম এর নেতৃত্বে চট্টগ্রাম নগরীর মিউনিসিপ্যাল মডেল হাইস্কুলের মাঠে স্থাপিত অস্থায়ী শহিদ মিনারে ফুল দিয়ে এই শ্রদ্ধা জানানো হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে চসাস সম্পাদক ওসমান এহতেসাম উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, 'আবেগ ছাড়া মানুষ চলতে পারে না। আমরা বাংলাদেশ ও বাংলা ভাষাকে ভালোবাসি। আজ সে দেশ ও আমাদের মাতৃভাষার জন্য যাদের প্রাণ দিতে হয়েছে তাদের স্মরণ করলাম।'
এ সময় উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক মোঃ রিদুয়ান কাদের, সমাজসেবা সম্পাদক ও সংবাদ প্রতিদিনের চট্টগ্রাম প্রতিনিধি ফিরোজ উদ্দিন, প্রণবরাজ বড়ুয়া, মোঃ নিজাম উদ্দিন, মোঃ আতিকুর গোলদার, নীলকমল সুশীল, রফিকুল ইসলাম, রাফিকা আক্তারসহ প্রমুখ। পরে চসাস কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।