রায়গঞ্জে বোয়ালিয়ার চর দাখিল মাদ্রাসার সুপার রফিকুল ইসলামের বিরুদ্ধে মামলার অভিযোগ
সাথী সুলতানা,স্টাফ রিপোটার ;
সিরাজগঞ্জ রায়গঞ্জ উপজেলার নলকা ইউনিয়নে বোয়ালিয়ার চর দাখিল মাদ্রাসা ভারপ্রাপ্ত সুপার রফিকুল ইসলাম এর বিরুদ্ধে গোপনে মাদ্রাসা কমিটি গঠন করায় মামলার অভিযোগ উঠেছে।
গত ১৪ ফেব্রয়ারী ২০২৪ ইং তারিখে মামলা দায়ের করার পরে ঘটনা সুত্রে জানা যায় এবং মামলা বা অভিযোগ কারী মতিয়ার রহমান, শরিফুল ইসলাম সহ আরও অনেকে বলেন ১৯৭৬ সালে প্রতিষ্টিত সুনাম ধন্য বোয়ালিয়ার চর মাদ্রাসা মাদ্রাসা টি দক্ষ শিক্ষক শিক্ষিকা ও কমিটি দ্বারা সুষ্ঠু সুন্দর ভাবে পরিচালিত হয়ে আসছে। এরই মধ্যে হঠাৎ করে এলাকার কিছু অসৎলোক এবং ভারপ্রাপ্ত সুপার রফিকুল ইসলাম এর যোগসাজশে আব্দুস সাত্তার, ও শিক্ষা অফিসার এর সহায়তায় তাদের উদ্দেশ্য হাসিল করার জন্য তারা গোপনে মদ্রাসা পরিচালনা কমিটি গঠন করেছে।
যাহা অত্র গ্রামের মাদ্রাসার পুরাতন কমিটি এবং ভুমিদাতা ওদাতা সদস্যদের কেউ জানেনা। আর এই কমিটি বহাল থাকলে মদ্রাসার অনেক ক্ষতি হবে বলে মনে করেন ভুমিদ্বাতা, দ্বাতা সদস্য সহ গ্রামের অনেক শিক্ষাঅনুরাগী সচেতন মহল।
তাই এই অবৈধ গোপন কমিটি ভেঙে দিয়ে নতুনভাবে দক্ষ শিক্ষাবিদ লোকদের নিয়ে উন্মুক্ত কমিটি গঠন ও মাদ্রাসার সকল উন্নয়নের লক্ষে গত১৪ ফেব্রয়ারী কোটে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ নং- ৩৮/২০২৪ এ অভিযোগে আসামি করা হয়েছে মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার রফিকুল ইসলাম, আব্দুস সাত্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, জেলা শিক্ষা অফিসার, আবদুল মন্নাফ সহ মোট ১৬ জনকে। বিষয় টি নিয়ে সুপার রফিকুল ইসলাম বলেন এসব ঘটনা নিয়ে আমি কথা বলতে পারবোনা বলে ফোন থেকে লাইন কেটে দেন।
এদিকে এই অবৈধ গোপন কমিটি করার ঘটনাকে কেন্দ্র করে উক্ত গ্রামের সকল সচেতন জনসাধারণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। গ্রামের সকল জনতা খুব দ্রুত সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতায় সমাধানের পথ খুঁজছে। অন্যথায় মাদ্রাসা আঙ্গিনায় যে কোন সময় বড় ধরনের সংঘর্ষ হতে পারে বলে মনে করেন এলাকার সচেতন সমাজ।