সাথী সুলতানা,স্টাফ রিপোটার
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় গমের জাত প্রদর্শনী কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার সকালে গুভগাছা ইউনিয়নে বীরশুভগাছায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মাঠ দিবসে
প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক(উদ্যান) মো: এনামুল হক।
উপজেলা কৃষি অফিসার মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মোঃ গিয়াস উদ্দিন সেখ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সরকার কৃষির উন্নয়নে সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে। কৃষির ফসল প্রদর্শনী একটি মডেল। আধুনিক চাষাবাদে কৃষকদের এগিয়ে আসতে হবে। এছাড়াও তিনি কৃষক-কৃষাণীদের উদ্দেশ্যে গমের বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।
এসময় মাঠ দিবসে এলাকার ৯০ জন কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।