কবি আকিকুর রহমান তালুকদার
ফাগুনেতে ভাষার মাসটা
আসলো আবার ঘুরে,
রাঙা পায়ে প্রভাতফেরী
মিছিল হবে দূরে।
ফুলের হাতে শ্রদ্ধা জানাই
শহীদ মিনার বুকে,
প্রভাতফেরীর মিছিল শেষে
হাসি রাঙা মুখে।
রফিক জব্বার ছালাম বরকত
ভক্তি তাদের করি,
স্বাধীনতার প্রেরনাতে
পথটি তাদের ধরি।
ভক্তি শ্রদ্ধা নিবেদনে
শহীদ ঝরা রক্তে,
ফুল ছিটিয়ে স্মৃতিসৌধে
ছালাম জানায় ভক্তে।
পলাশ রাঙা ফাল্গুন মাসে
ফিরে মুখের ভাষা,
শহীদ গনের রক্ত দানে
মিটে মনের আশা।