এম এ খালেক খান বিশেষ প্রতিনিধি
পাবনায় মুহাম্মদ আব্দুল গাফফার খান রচিত ”শ্রেষ্ঠ জাতির শ্রেষ্ঠ আহবান “বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। ২৩ ফেব্রুয়ারি বইটির মেড়ক উন্মোচন করা হয়। বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন পাবনা জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য দেন পাবনা থেকে প্রকাশিত দৈনিক জীবনকথা পত্রিকার সম্পাদক এ এস এম আব্দুল্লাহ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা পরিষদের পাবনা জেলা সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মোঃ নাসিম ও পাবনা পৌরসভার জামায়াতের আমীর অধ্যাপক রাকিব উদ্দিন প্রমুখ। প্রধান অতিথি অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন শিক্ষক, সাহিত্যিক ও সাংবাদিকেরা কলমী শক্তি দিয়ে নিজেদের যোগ্যতা ও দক্ষতার পরিচয় তুলে ধরতে হবে। তিনি আরো বলেন সৃজনশীল সাহিত্য মানুষের আত্মিক ও মানসিক পরিবর্তনের পাশাপাশি সামাজিক পরিবর্তনে ব্যাপক ভূমিকা পালন করে থাকে। অধ্যাপক আবু তালেব মন্ডল উপস্থিত শিক্ষক সাহিত্যিকদের ইসলামী আন্দোলনের পাশাপাশি লেখালেখিতে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে নানা শ্রেণির মানুষ, শিক্ষকমন্ডলী, সাহিত্যক, সাংবাদিক, পেশাজীবি, সুশীল সমাজের প্রতিনিধি, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন বইয়ের লেখক আব্দুল গাফফার খান। অনুষ্ঠানটি সুষ্ঠু ও সুন্দর ভাবে সমাপ্ত হয়।