এম এ খালেক খান বিশেষ প্রতিনিধি
বাংলা ভাষাকে রাষ্ট্রের সর্বত্র চালু করে ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের মর্যাদা প্রদানের দাবি জানিয়ে একুশের আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা পৌরসভা শাখা।
গত ২১ ফেব্রুয়ারি স্থানীয় একটি মিলনায়তনে পাবনা পৌরসভা আমির অধ্যাপক রাকিব উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের জেলা সেক্রেটারি অধ্যক্ষ ইকবাল হোসাইন। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন পাবনা পৌরসভা জামাতের নায়েবে আমির ইঞ্জিনিয়ার আব্দুল কাদের, জামায়াত নেতা একরামুল হক, মাসুদ করিম প্রমুখ।
প্রধান অতিথি অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য আমাদের ভাইয়েরা আত্মত্যাগের মাধ্যমে যে দৃষ্টান্ত রেখেছিল তা বিশ্বে বিরল। কিন্তু দুঃখের বিষয় ৭২ বছরেও বাংলা ভাষাকে রাষ্ট্রের সর্বত্র চালু করা সম্ভব হয়নি। তিনি বাংলা ভাষাকে রাষ্ট্রের সর্বত্র চালু করার দাবি জানান। আলোচনা সভার শেষে ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দেশ ও জাতির কল্যাণে মহান আল্লাহতালার কাছে দোয়া প্রার্থনা করা হয়।