মোঃ শাহীন
মানিকগঞ্জ সাটুরিয়া উপজেলায় আজ শনিবার(২৪শে ফেব্রুয়ারি ) আনুমানিক বেলা ১১.০০টায় ধানকোড়া,ইউনিয়নে,ধোতরা এলাকায় সাটুরিয়া কৃষি ইনস্টিটিউট কলেজ এর পশ্চিম পাশে,মোছা:শারমিন আক্তার (২৮) নামে এক গৃহবধূকে ছুরি দিয়ে জবাই করে হত্যা করে,নরপশু ডিভোর্স ধারী স্বামী মো: রতন মিয়া(৩৫) ।
ধানকোড়া ইউনিয়নের ধুতরা এলাকার স্থায়ী বাসিন্দা মো:রাজ্জাক মুন্সির ছেলে, এই ঘাতক মো: রতন মিয়া(৩৫)। গৃহবধূ মোছা: শারমিন আক্তার (২৮) এর কোলে শিশু কন্যা মাহিয়া নামে একটা শিশু বাচ্চা ছিল। শিশু কন্যার সামনেই মোছা:শারমিন আক্তার কে ধারালো ছুরির আঘাতে গলা কেটে, ঘাতক স্বামী রতন পালিয়ে যায়।
স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে রক্তাত অবস্থায় শিশু কন্যাকে উদ্ধার করে এবং তার মাকে মৃত অবস্থায় পায়। স্থানীয় বাসিন্দা মোঃ আব্দুল মান্নানের মেয়ে মোছা: শারমিন আক্তার (২৮) প্রথম বিবাহ আনুষ্ঠানিক ভাবে মো: মনোয়ার হোসেন এর সাথে আবোদ্ব হয়।কয়েক বছর ঘর সংসার করার পর মো: মনোয়ার হোসেন কে ডিভোর্স দিয়ে মোছা:শারমিন আক্তার (২৮),পুনরায় মো:রতন মিয়া(৩৫)কে দ্বিতীয় বিয়ে করে।
বিয়ের ৫ থেকে ৬ মাস পর থেকেই প্রচুর পরিমাণে শারীরিক নির্যাতন চালায়। নির্যাতন সহ্য না করতে পেরে মোছা:শারমিন আক্তার (২৮) পুনরায় মো: রতন মিয়া (৩৫)কে ডিভোর্স দিয়ে দেয়,এর মাঝে মো:রতন মিয়া, প্রতিনিয়ত মোছা: শারমিন আক্তার এর সাথে যোগাযোগের চেষ্টা করে কিন্ত মোছা: শারমিন আক্তার(৩৫) কোনভাবে তার সাথে যোগাযোগ করতে না চাইলে, বিভিন্ন প্রকার ভয়, ভিতি দেখিয়ে আসতে থাকে , এই ঘাতক মো:রতন মিয়া(৩৫)।
মোছা: শারমিন আক্তার(২৮) প্রথম স্বামী মনোয়ারের সঙ্গে পুনরায় ঘর বাধার স্বপ্ন দেখে। কিন্তু ঘাতক ডিভোর্স ধাড়ি স্বামী মো: রতন মিয়া (৩৫)এই ঘটনাটি বুঝতে পারে এবং তাকে সুকৌশলে ঘটনাস্থলে ডাক দিয়ে নিয়ে আসে, তাৎক্ষণিকভাবে ধারালো ছুড়ি দিয়ে গৃহবধূ কে জবাই করে,
ঘটনাস্থলে মোছা:শারমিন আক্তার (৩৫)এর কোলে শিশু কন্যা ছিল রক্তাক্ত অবস্থায় গৃহবধূকে ও তার বাচ্চাকে ফেলে ঘাতক মো: রতন মিয়া (৩৫)পালিয়ে যায় ।
উক্ত ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে গৃহবধূর লাশ উদ্ধার করে এবং ময়না তদন্ত জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। এ সময় সাটুরিয়া থানার পুলিশ, মানিকগঞ্জ র্যাব ৪, ডিবি, সহ উৎসুক জনতা ভিড় জমে যায়। ঐ এলাকায় চাঞ্চলকর হত্যাকাণ্ডের ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো: কামরুল হাসান জানান হত্যার ঘটনায় ঘাতক স্বামী মো: রতন মিয়া কে পুলিশ আটক করেছে।সেই সাথে হত্যা কাজে ব্যবহৃত দাঁড়ালো ছুরি উদ্ধার করে সাটুরিয়া থানা পুলিশ।এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মো: আশরাফুল আলম
স্টাফ রিপোটার