নিজস্ব প্রতিবেদক
পূর্ব গগনের রবির উঁকিতে
ভাসছে স্মৃতি বাঙালির অন্তরে,
ভাষার মান রেখে গেছে দান
বিনম্র শ্রদ্ধাঞ্জলি তাদের তরে।
বাংলার রঞ্জিত রাজপথ
সেদিন হয়েছিলো,
মোদের গর্বিত করে অকাতরে
সালাম,বরকত, রফিক জাব্বার
নিজেদের বিসর্জন দিয়েছিলো।
তোমাদের ভুলবেনা গো
হাজার বেদনায় দুঃখ ক্ষণে,
আজীবন আমরণ হে ভাষা শহীদ
থাকিবে বাঙালির স্মৃতিতে গহীন মনে।
প্রভাত ফেরি,শহিদ মিনার
স্বাধীন সোনালী সূর্য রোদ,
মাতৃভাষার অধিকারে
আমরা পেয়েছি মূল্যবোধ।
ফেব্রুয়ারির স্মৃতির পরশে
প্রেরণায় চোখে জল টলমল,
মাতৃকা আর মাতৃভাষা রক্ষা করিতে
আমরা থাকিবো সদা'ই সর্ব অবিচল।
২১ নিয়ে বাঙালির গর্ব
চেতনা, বাসনায় জাগ্রত হয়
শপথের বীজ বুনে তরুণ বরুণ
শ্লোগানে মুখরিত বাঙালীর জয়।