এম এ খালেক খান
বাংলাদেশের স্বাস্থ্য সেবাকে আরো উন্নত ও আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে Planetary Health Academy (PHA) Global Summit -2024 বাংলাদেশের রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে। এ Summit এর মুখ্য উদ্দেশ্য হলো দেশের চিকিৎসা সেবাকে অত্যাধুনিক, Robotics ও Artificial intelligence ভিত্তিক করার নিমিত্তে Man Behind the Machine উপযুক্ত ভাবে গড়ে তোলা। উত্তর জনপদের কৃতি সন্তান,দেশের সমাজ পরিবর্তন ও নারী জাগরণের পথিকৃৎ, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষাবিদ, বর্তমান যুগের আলোকবর্তিকা, বগুড়ার অহংকার, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক, দেশে শিক্ষা সম্প্রসারণের কিংবদন্তীর অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের স্বাস্থ্য সেক্টরের আওতাধীন পরিচালিতটি এমএসএস মেডিকেল কলেজ, বেসরকারি মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠান, রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল, ক্যান্সার হাসপাতাল, ক্যাথ ল্যাব হাসপাতাল, আই হাসপাতাল, কৃত্রিম অঙ্গ সংযোজন কেন্দ্র, জিনোম সিকুয়েন্স এর নিমিত্তে বায়োমলিকুলার ল্যাব ও Upcoming বিভিন্ন Treatment এর জন্য সুপার স্পেশালাইজড হাসপাতাল চালু করার জন্য PHA Global এর সাথে চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে। এ চুক্তি অনুযায়ী ঢাকায় ২৫ ফেব্রুয়ারি এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রেজেন্টার এর হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম। এ সময় উক্ত প্রতিষ্ঠান সমূহের কর্মকর্তা, সুশীল সমাজের বিভিন্ন প্রতিনিধি, মিডিয়া প্রতিনিধি ও টিএমএসএসের নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এম এ খালেক খান