নিজস্ব প্রতিবেদক
ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে সিরাজগঞ্জের সলঙ্গায় বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে সলঙ্গা থানা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সলঙ্গা থানা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী অনিতা রানী দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদিকা আসমা পারভীনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন,সলঙ্গা থানা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ইমান আলী,সহ দপ্তর সম্পাদক সরোয়ার হোসেন,সলঙ্গা থানা যুব মহিলা লীগের সভাপতি সুলতানা পারভীন রিক্তা,ঘুড়কা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সম্পাদিকা জয়নব খাতুন,রামকৃষ্ণপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মমতা খাতুন,সলঙ্গা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ঝর্ণা খাতুন,সাধারণ সম্পাদিকা লুৎফা খাতুন,হাটিকুমরুল ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা মিলন খাতুন,সলঙ্গা থানা ছাত্রলীগের সভাপতি তাওহীদুর রহমান বাচ্চু,দপ্তর সম্পাদক ফয়সাল আহমেদ সাব্বিরসহ আওয়ামী লীগ ও মহিলা আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে কেক কর্তন করা হয়।
উল্লেখ্য ১৯৬৯ সালে ২৭ ফেব্রুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় মহিলা আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়।