মোঃ খাইরুজ্জামান সজিব সিনিয়র স্টাফ রিপোর্টার
বীরত্বপূর্ন কাজ, সেবাও সাহসিকতার জন্য সম্মানজনক রাষ্ট্রপতি পুলিশ পদক ( পিপিএম) পেয়েছেন বৃহত্তর দিনাজপুর জেলার পুলিশ সুপার ( এসপি) শাহ্ ইফতেখার আহমেদ (পিপিএম) সেবা।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাহ্ ইফতেখার আহমেদের হাতে পুরস্কার ও পদক তুলে দেন।
মানুষের জানমালের নিরাপত্তায় দক্ষতার সাথে কুল্যুলেস মামলার রহস্য উদঘাটন করা দায়িত্ব পালন করায় এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বৃহত্তর দিনাজপুর জেলা পুলিশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সুনামের সাথে পরিচালনা করায় এই পদক প্রদান করা হয়।
বৃহত্তর দিনাজপুর জেলার এসপি শাহ্ ইফতেখার আহমেদ পিপিএম সেবা যোগদানের পর থেকে অর্জন অনেক। ভারত সীমান্তবর্তী এলাকা শিল্পসংস্কৃতির উর্বর ভূমি বৃহত্তর দিনাজপুর জেলায় রয়েছে তেরটি থানা। এই জেলায় পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহমেদ পিপিএম সেবা।
জেলায় যোগদানের পর থেকে শাহ্ ইফতেখার আহমেদ পিপিএম সেবা প্রতিটি থানাও পুলিশ সদস্যদের সঠিক দিক নির্দেশনা দিয়ে বৃহত্তর দিনাজপুর জেলা পুলিশকে শ্রেষ্ঠত্বের মুকুট পরানোর পাশাপাশি অপরাধ দমনে বিশেষ ভূমিকা রাখায় শ্রেষ্ঠ পুলিশ সুপারও নির্বাচিত হয়েছেন তিনি।