মোঃ নাঈম উদ্দিন সিরাজী বিশেষ প্রতিনিধি :সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের শাহজাদপুরে জাতীয় বীমা দিবস ২০২৪ উদযাপন হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয়- “করবো বীমা গড়বো দেশ,স্মার্ট হবে বাংলাদেশ।” দিবসটি উপলক্ষে আজ শুক্রবার (১ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনাসভা ও শোভাযাত্রা হয়। উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কামরুজ্জামান । এসময় ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এর এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোঃ রুবেল রানা জাতীয় বীমা দিবস উপলক্ষে আলোচনা করেন ।এর আগে শাহজাদপুর থানারঘাট হতে বিভিন্ন সড়কে বিমা দিবস উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বের করে শাহজাদপুর উপজেলায় অবস্থান করেন।