নিজস্ব প্রতিবেদক
উদীয়মান কবি, সাংবাদিক ও গীতিকার এ এস এম সাদেকুল ইসলাম রচিত নবনীপ আধুনিক গানের বই'র মোড়ক উন্মোচন"অনুষ্ঠিত হয়েছে।
অমর একুশে গ্রন্থ মেলার মোড়ক উন্মোচন মঞ্চে শুক্রবার বেলা ৩ ঘটিকায় বইটির মোড়ক উন্মোচিত হয়।
উক্ত অনুষ্ঠানে বইয়ের মোড়ক উন্মোচন করেন কবি গবেষক ও ভাষাবিদ মাহমুদুল হাসান নিজামী
সম্পাদক দৈনিক দেশ জগত।
উপস্থিত ছিলেন কবি ও সংগঠক দেলোয়ার সোহান, কবি ও সংগঠক মনজু খন্দকার, কবি ও সংগঠক কাজী সাব্বির, কবি সুরাইয়া, কবি ও নাট্যকার জয়নাল আবেদীন, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মুন্সি।
আরো উপস্থিত ছিলেন উপন্যাসিক কুলসুম আক্তার, কবি সোহেল আহমেদ নয়ন, ন্যাশনাল রিপোর্টারস ইউনিটি ফোরাম কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মহিলা বিষয়ক সম্পাদিকা তাসলিমা আক্তার সহ আরো অনেকেই
লেখকের গানের বই হিসেবে এটি প্রথম বই, এছাড়াও একক কাব্যগ্রন্থ সহ কবি,র মোট সতেরটি যৌথ কাব্য বই
প্রকাশিত হয়েছে।
প্রকাশের পথে গজলের বই" ডাক এসেছে আবার"
নবনীপ বইটিতে আধুনিক,গানের প্রেম,বিরহ, ভালোবাসা, সহ বিভিন্ন বিষয় ও বিবিধ তাল, লয়ে স্বরে সন্নিবেশিত হয়েছে।