আমি উপজেলা নির্বাচনে বিজয়ী হলে উন্নয়নের কোন ব্যাঘাত সৃষ্টি হবে না
ফেরদৌসী ইসলাম সভাপতি শিবপুর উপজেলা মহিলা আওয়ামী লীগ
মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদী
অদ্য ৪/৩/২৪ ইং সোমবার বিকেলে নৌকা ঘাটা পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে কাছিটান ফাইনাল খেলায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ফেরদৌসী ইসলাম সভাপতি শিবপুর উপজেলা মহিলা আওয়ামী লীগ ও কার্যকরী কমিটির সদস্য বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ। তিনি বলেন আমি আপনাদের কাছে কাছিটানা খেলা দেখতে এসেছি ,আজকে এখানে আসার উদ্দেশ্য ছিল কারণ সামনে উপজেলা নির্বাচন আমি উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আপনারা হয়তো বলতে পারেন ,এমপি নির্বাচিত হওয়ার পর আবার উপজেলা চেয়ারম্যান নির্বাচন করার কারণ কি, কারণ এমপি নির্বাচিত হবার পর বিগত সময় উপজেলা চেয়ারম্যানের সাথে মতবিরোধ থাকার কারণে উন্নয়নমূলক কর্মকান্ড সঠিকভাবে করা যায়নি, ভালোভাবে কাজ করতে পারেনি এবং চলমান কাজগুলো করতেও পারে নাই, আমাদের ফ্যামিলিতে আমরা দিতে এসেছি নিতে আসি নাই, উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হইলে কাজ করতে কোন প্রবলেম নাই ,যাতে উপজেলা চেয়ারম্যান বিজয়ী হলে সুন্দরভাবে কাজগুলো করিতে পারি সেজন্য উপজেলা নির্বাচন করা।যাতে শিবপুর কে স্মার্ট উপজেলা হিসাবে গড়তে পারি সেজন্য আমার নির্বাচন করা। আর আমি মহিলা আওয়ামী লীগের অনেক মা বোনেরা এখানে উপস্থিত আছেন আমার জন্য দোয়া করবেন আমি যেন উপজেলা নির্বাচনে বিজয়ী হতে পারি।,নৌকা ঘাটা পশ্চিমপাড়া যুবসমাজের উদ্যোগে কাছিটান টুর্নামেন্টে খেলায়, হিরন খন্দকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আলহাজ্ব সামসুল ইসলাম মোল্লা সহ-সভাপতি নরসিংদী জেলা আওয়ামী যুবলীগ ।আমজাদ হোসেন প্রধান ,যুগ্ম-সাধারণ সম্পাদক শিবপুর উপজেলা আওয়ামী লীগ। নাসিমা সুলতানা , সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শিবপুর উপজেলা পরিষদ প্রমোখ। খেলায় দেবালের টেক একাদশ জয়লাভ করেনক