পরমিকা পর্ণি
নবী হোসেন নবীন
ভালুকা,ময়মনসিংহ
না বলা কথার কলি ফুল হয়ে ফুটা
পূর্ণিমার চাঁদ হাসে তব বাঁকা ঠোঁটে।
বিতনু বালিকা তুমি ওগো পরমিকা
তোমাকে দেখিয়া নত হলো কমলিকা।
গোলাপও গরিমা গায় দেখে মুখখানি
আমি তো ভুলেই গেছি কবিতার বাণী।
পেলব পরশে তব হয়ে বিহবল
পাথরও হয়ে যায় কুসুম-কোমল।
এক অঙ্গে দেখে এত রূপের বাহার
আলোর আড়ালে গিয়ে লুকায় আঁধার।
রূপের এ অঙ্গ যেন বহমান নদী
চলনে প্রণয় ধারা বহে নিরবধি।
রূপের আগুনে পুড়ে সাগর শুকায়
পিপাসার জল খোঁজে চোখের তারায়।
মরুভূমে জ্বলে যদি রূপের প্রদীপ
সাহারাও হয়ে যায় দারুচিনি দ্বীপ।
অচেনা অতিথি তুমি ওগো অনামিকা
মনান্তরে থাক তুমি হয়ে পরমিকা।
চোখ যদি নাহি পড়ে চোখের তারায়
তবু রোজ হবে দেখা নিসর্গ শোভায়।