ভোলার শশীভূষণে জোরপূর্বক মুসলিম মেয়েকে ধর্ষণ করল হিন্দু যুবক,ধর্ষক আটক, এলাকায় তোলপাড়
ভোলা প্রতিনিধি:
ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণে মুসলিম এক কিশোরী মেয়েকে ধর্ষণ করল উৎপল চন্দ্র শীল (২২) নামের এক হিন্দু যুবক। এলাকাবাসি এ ঘটনা টের পেয়ে ধর্ষণ ওই যুবককে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় ওই এলাকায় ব্যাপক তোলপাড়ের সৃস্টি হয়েছে। তারা ধর্ষকের ফাঁসি দাবী করেছে। ধর্ষণের ঘটনায় ভিকটিম বাদী হয়ে দুই জনকে আসামী করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
আজ সোমবার (৪ মার্চ) দুপুরে আটক ধর্ষক উৎপল চন্দ্র শীলকে চরফ্যাশন আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে গত রবিবার (৩ মার্চ) দুপুর দেড়টার দিকে উপজেলার শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পশ্চিম এওয়াজপুর গ্রামের দৌলতগঞ্জ বাজার সংলগ্ন একটি খামার বাড়িতে এ ঘটনা ঘটে।
আটককৃত ধর্ষক বখাটে উৎপল চন্দ্র শীল উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের করিমপুর গ্রামের তপন চন্দ্র শীলের ছেলে। মামলায় অপর আসামী সুমন একই এলাকার জাহাঙ্গীরের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, রবিবার দুপুরের দিকে শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পশ্চিম এওয়াজপুর গ্রামের দৌলতগঞ্জ বাজার সংলগ্ন একটি খামার বাড়ির মধ্যে ভিকটিম কিশোরীর ডাক-চিৎকার শুনে এলাকাবাসী গিয়ে ধর্ষণের ঘটনা দেখে ভিডিও চিত্র ধারন করেন। পরে ঘটনাটি এলাকাবাসী খামার বাড়ির ম্যানেজারকে অবহিত করলে ম্যানেজার ধর্ষক উৎপলকে পালিয়ে যেতে সহযোগিতা করেন। এসময় বিক্ষুদ্ধ এলাকাবাসী দৌড়ে পালিয়ে যাওয়ার সময় ধর্ষককে ধাওয়া দিয়ে আটক করে থানায় খবর দেন। পরে শশীভূষণ থানার উপ-পরিদর্শক (এসআই) গোফরান একদল পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে থেকে ধর্ষক উৎপলকে আটক করে থানায় নিয়ে যান। এছাড়া ধর্ষণের শিকার ওই কিশোরীকে থানা হেফাজতে নিয়ে আসেন।
মামলার এজাহারে ভিকটিম জানান, ভিকটিম ও উৎপল চন্দ্র শীল নামের যুবকের পাশাপাশি এলাকার বাড়ি। ধর্ষক উৎপল চন্দ্র শীলের সহিদ গত ৬/৭ দিন পূর্বে মাদ্রাসায় যাওয়া আসার পথে পরিচয় হয় তার। সে সুবাদে গত রবিবার (৩ মার্চ) দুপুর সোয়া ১ দিকে উৎপল চন্দ্র শীলের সঙ্গে দেখা করার জন্য ভিকটিমের মুটোফোনে কথা বলে চরফ্যাশন থানার বসতউল্লা চৌমুহনী বাজারে যাওয়ার জন্য বলে। বিবাদীর কথায় সরল বিশ্বাসে রাজি হয়ে ভিকটিম অটো বোরাকে করে সেখানে যান। বোরাক থেকে নামার পর ১ নং বিবাদী উৎপল চন্দ্র শীল ও ২ নং বিবাদী সুমন ভিকটিমকে ভূল বোঝাইয়া বাড়ি নিয়া যাওয়ার কথা বলে একটি মোটরসাইকেলে তুলিয়া অপহরণ করিয়া শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পশ্চিম এওয়াজপুর গ্রামের দৌলতগঞ্জ বাজার সংলগ্ন একটি খামার বাড়ির মধ্যে নিয়া ১ নং বিবাদী উৎপল চন্দ্র শীল ২ নং বিবাদী সুমনের সহযোগিতায় ভিকটিমকে জোড়পূর্বক ধর্ষন করে। ধর্ষণের সময় ভিকটিমের ডাক-চিৎকার শুনিয়া এলাকাবাসী ঘটনাস্থলে আসিয়া আপত্তিকর অবস্থায় দেখিয়া মোবাইল ফোনে ভিডিও চিত্র ধারন করেন। এবং ১ নং বিবাদী উৎপল চন্দ্র শীলকে আটক করে পুলিশে সোপর্দ করে। তখন ২ নং বিবাদী সুমন পালিয়ে যায়।
শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) ম. এনামুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, এঘটনার পর স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। পুলিশ সেখান থেকে উৎপল চন্দ্র শীল নামের এক হিন্দু যুবক ও ধর্ষণের শিকার এক কিশোরীকে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে দুইজনকে আসামী করে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। আজ সোমবার দুপুরে আটক আসামী উৎপল চন্দ্র শীলকে আদালতে সোপর্দ করা হয়েছে। ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।