পাবনার রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
এ কে খান :
পাবনা সদর উপজেলার ১৩৮ নং রাজাপুর উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ক্রীড়া প্রতিযোগিতার প্রথম পর্বে উদ্বোধনী অনুষ্ঠান রাজাপুরস্থ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ চত্বরে ৫ মার্চ অনুষ্ঠিত হয়। সকাল ৯ টার উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ও বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন পাবনার কৃতি সন্তান, পাবনা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, রোটারি ক্লাব অব পাবনার চাটার্ড প্রেসিডেন্ট, পাবনা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, প্রস্তাবিত মাস্ট ইউনিভার্সিটির চেয়ারম্যান, মাহাতাব বিশ্বাস গ্রীন সিটি ও মাহাতাব রিয়েল এস্টেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক ও দানশীল ব্যক্তিত্ব আলহাজ্ব অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বিশ্বাস। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লালন উদ্দিন। তিনি বলেন ১৯৮৫ সালে অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বিশ্বাসের আর্থিক অনুদান ও সার্বিক সহযোগিতায় এ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে। মাহাতাব বিশ্বাসের অবদানে এ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হওয়ায় তিনি বিদ্যালয় ও এলাকাবাসীদের পক্ষ থেকে তাঁর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদের উদ্দেশ্যে মাহাতাব উদ্দিন বিশ্বাস বলেন শরীরের জন্য যেমন পুষ্টির প্রয়োজন, তেমনি মনের পরিতৃপ্তির জন্য খেলাধুলার প্রয়োজন। তিনি আরো বলেন, আজকে যারা এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবে, তোমরা সবাই বিজয়ী হবেনা, যারা বিজিত হবে তারা দুঃখ না পেয়ে সবাই কে সহযোগিতা করবে। তিনি বলেন খেলাধুলা করলে মনের পরিতৃপ্তির পাশাপাশি সুস্থ সবল থাকা সম্ভব। তিনি আরো বলেন যারা বিজয়ী হবে তারা আগামীতে আরো ভালো করবে, আর যারা বিজিত হবে তারা বিজয়ী হরার চেষ্টা করবে। মাহাতাব বিশ্বাস বলেন ক্রীড়া ক্ষেত্রে অবদানের জন্য বর্তমান সরকারের পক্ষ থেকে বিভিন্ন রকমের সহযোগিতার সুযোগ সুবিধা রয়েছে। তোমরা এ সুযোগ-সুবিধা গুলি কাজে লাগানোর চেষ্টা করবে। তিনি শিক্ষার্থীদের পড়া লেখার পাশাপাশি নিয়মিত খেলাধুলা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন। তিনি আরো বলেন তোমরা ভালোভাবে লেখাপড়া করে দেশ ও দশের সেবা করবে। মাহাতাব বিশ্বাস রাজাপুর গ্রামের মোঃ রতন আলীর কন্যা বিদ্যালয়ের ২য় শ্রেণীর শিক্ষার্থী মোছাঃ আয়শা খাতুন এর লেখাপড়ার খরচ বাবদ ১০ হাজার টাকা অনুদান ঘোষণা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্য ও ক্রীড়া প্রতিযোগিতার অংশ গ্রহণ কারীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন পাবনা সদর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার মোছাঃ ফাতেমা খাতুন। অপর বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দোগাছি ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য এস এম ওয়াজেদ আলী ও বিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ হাবিবুর রহমান প্রমুখ। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও অনুষ্ঠানের সভাপতি মোঃ আরিফুল ইসলাম উপস্থিত সবাইকে শুভেচ্ছা ও শুভকামনা জানান। সারাদিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের খেলার নিয়ম কানুন মেনে খেলাধুলা করার জন্য তিনি আহবান জানান। বিদ্যালয়ের শিক্ষার্থী বালক ও বালিকাদের দৌড়, বর্ণ বাছাই, বৃত্ত গননা, মোরগ যুদ্ধ, ঝুড়িতে বল নিক্ষেপ, অংক দৌড়, ভারসাম্য দৌড়, দড়ি ঘুড়ানো ও সুচ সুতা দৌড় প্রতিযোগিতার আয়োজন ছিল। এছাড়া বিদ্যালয়ের বড় ও ছোট শিক্ষার্থীদের নৃত্য, অভিভাবকদের বাজনা থামলে বল কোথায়, স্বেচ্ছাসেবকদের দৌড়, শিক্ষক ও অতিথিদের জন্য ঝুড়িতে বল নিক্ষেপ এর আয়োজনসহ অন্তরা ক্যাবল ভিশনের পরিচালক মোঃ আবুল কালাম আজাদ এর পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ হাবিবুর রহমান, মোঃ শাহিনুর রহমান ও আবদুল হাকিম মাষ্টার প্রমুখ। বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্যদের মধ্যে লোকমান হোসেন, ইয়াকুব আলী ও সুমাইয়া খাতুন অভিভাবক ও পিটিএ কমিটির এস এম ওয়ারেছ আলী, শাহীনুর রহমান ও মনিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় প্রায় তিন শতাধিক প্রতিযোগী অংশ নেয়। অনুষ্ঠানে বক্তারা ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী সকল প্রতিযোগী ও শিক্ষকগন পরস্পর সহযোগিতার মাধ্যমে সারাদিন ব্যাপী খেলাধুলা পরিচালনা করার প্রত্যয় ব্যক্ত করেন। ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্ট পরিচালনা করেন শিক্ষক মোঃ নাছিম উদ্দিন, দিপ্তী রানী দত্ত, আনোয়ারা খাতুন ও সালমা খাতুন, বিচারক মন্ডলীরা হলেন শিক্ষক নাসরিন আক্তার, লোকমান হোসেন, মুকুল হোসেন, আতিয়ার রহমান রিপন ও আমিরুল ইসলাম প্রমুখ। প্রাথমিক চিকিৎসক হিসাবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ হেদায়েতুল্লা। অনুষ্ঠানে স্বেচ্ছা সেবক হিসাবে কাজ করেন মোঃ সাজ্জাদ, সোহান,পিন্টু, শাওন, নাজমুল ও মেহেদী হাসান প্রমুখ। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে সমাজ সেবক আলহাজ্ব শহিদুল ইসলাম, আলহাজ্ব আব্দুস সালাম,সমাজ সেবক মোঃ আঃ রাজ্জাক, প্রভাষক মমিনুল ইসলাম, দোগাছি ইউনিয়ন পরিষদ সচিব মোঃ মনিরুজ্জামান, আওয়ামী লীগের সভাপতি আবদুল আলীম, সাবেক মেম্বার জাহাঙ্গীর হোসেন, সাবেক সদস্য শিল্পী খাতুন, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাবেক পরিচালক, দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি আঃ খালেক খান, বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী, আমন্ত্রিত অতিথি,গন্যমান্য ব্যক্তিবর্গ, মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন। ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে ধারা বর্ননা করেন সহকারি শিক্ষক মোঃ নাছিম উদ্দিন ও হাফেজ শিক্ষক নাইমূল ইসলাম। ২য় পর্ব বিকালে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।