মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদী
অদ্য ৮/৩/২৪ ইং শুক্রবার বিকেলে নরসিংদীর শিবপুর উপজেলা পুটিয়া ইউনিয়ন ৯৮ নং কুমরাদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর উদ্যোগে পুটিয়া ইউনিয়ন ১, ২,৩,ও ৪ নং শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত যুবলীগ সম্মেলনে বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব সামসুল ইসলাম মোল্লা , সহ-সভাপতি নরসিংদী জেলা আওয়ামী যুবলীগ ও বিশিষ্ট ব্যবসায়ী নরসিংদী। তিনি বলেন যুবলীগ এমন একটি সংগঠন বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন। আন্দোলন , সংগ্রাম এই বাংলার মাটিতে যুবলীগ করে থাকে, আজকের এই ত্রিবার্ষিক সম্মেলনে যারা যুবলীগ এর পথ পদবীর প্রার্থী তাদের বায়োডাটা জমা দেওয়ার জন্য বলা হয়েছে । বায়োডাটা জমা দেওয়ার পর এন ,এস ,আই প্রশাসনিক কর্মকর্তার মাধ্যমে বায়োডাটা যারা জমা দিবেন তাদের পারিবারিক খোঁজখবর নিবেন ,কি অবস্থায় আছে স্বাধীনতা সংগ্রামে সময় তাদের পারিবারিক সদস্য মুক্তিযোদ্ধাদের কে সহযোগিতা করেছিলেন কিনা ,দায়িত্ব পালন করেছিলেন কিনা ,এগুলো যাচাই বাছাই করা হবে ,যারা আওয়ামীলীগ করে স্বাধীনতার স্বপক্ষে শক্তি, মুক্তিযুদ্ধের স্বপক্ষের পরিবারের সদস্য ,তাদেরকে পথ পদবী দেওয়া হবে, তারাই আওয়ামী যুবলীগ পদ পদবী পাবে হঠাৎ করে কাউকে ধরে সুপারিশের মাধ্যমে পথ পদবী পেয়ে যাবেন, সেটা হবে না ।কারণ আমরাও যখন জীবনে পদ-পদবি পাইতে গেছি কোন নেতার কাছে সুপারিশে পথ পায়নি। কোন নেতা বলতে পারবে না যে সুপারিশে পথ পেয়ে গেছি ।রাজপথে আন্দোলন ,সংগ্রাম করে পদ পদবী পেয়েছি ,আজকে এখানে জেলা যুবলীগ সভাপতি উপস্থিত আছেন উনায় কখনো বলতে পারবেনা যে একদিন ফোন করে বলেছি যে, আমি যুবলীগ কমিটিতে থাকতে চাই সুতরাং আমি কাউকে পথ পদবীর ব্যাপারে বলি নাই , আমি ছোটবেলা থেকে ছাত্রলীগ করেছি মুক্তির যুদ্ধ দেখেছি বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চ দেখেছি , আমি এ পর্যন্ত আওয়ামী লীগ এর অঙ্গ সংগঠন ব্যতীত অন্য কোন দলের সাথে জড়িত হই নাই ,আওয়ামী লীগকে সাহায্য সহযোগিতা করেছি, আমি সব সময় চেয়েছি বঙ্গবন্ধুর হাতে গড়া বাংলাদেশ যেন সোনার বাংলাদেশ হিসেবে সুপ্রতিষ্ঠিত হয়। পুটিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগ আহবায়ক শাহ আলম মাস্টার এর সভাপতিত্বে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন মাহবুব আলম মোল্লা তাজুল, সভাপতি শিবপুর উপজেলা আওয়ামী যুবলীগ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজয় কৃষ্ণ গোস্বামী, সভাপতি নরসিংদী জেলা যুবলীগ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জুনায়েদুল হক ভূইয়া জুনু । সঞ্জয় গোস্বামী এলটন, প্রচার সম্পাদক নরসিংদী জেলা যুবলীগ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শেখ কামাল সাধারণ সম্পাদক শিবপুর উপজেলা যুবলীগ । আব্দুল কাদের মিস্টার ভাইস চেয়ারম্যান প্রার্থী শিবপুর উপজেলা পরিষদ। মোঃ রাকিব ভূঁইয়া , সাবেক যুগ্ন আহবায় শিবপুর উপজেলা ছাত্রলীগ। উপস্থিত ছিলেন আওয়ামী যুবলীগ এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।