স্টাফ রিপোর্টার
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে প্রার্থীরা ভোটারদের সাথে যোগাযোগ করে চলেছেন। একই সাথে মাঠে চালাচ্ছেন গণসংযোগ।নেত্রকোণা জেলার খালিয়াজুরী উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রাজপথ কাঁপানো ছাত্রলীগ নেত্রী সাবরিনা ইয়াসমিন খানম মুন্নী।
খালিয়াজুরী উপজেলার ২ নং চাকুয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বল্লী গ্রামের সাবেক ৩ বারের ইউপি সদস্য কাজল রেখার কন্যা সাবরিনা ইয়াসমিন খানম মুন্নী ছাত্রজীবন থেকেই বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাথে সম্পৃক্ত আছেন।
উপজেলা পরিষদ নির্বাচনে তিনি বলেন, আমি যেহেতু আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত, তাই জনসেবার একটি সুযোগ রাজনীতিক হিসেবে আমার প্রত্যাশা থাকবে এটাই স্বাভাবিক। সবসময় চেয়েছি দলের জন্যে কাজ করতে। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা নতুনদের নেতৃত্বে নিয়ে আসছেন। তাই আমিও চাই মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়ে উন্নয়নের সহযোগী হতে।