সৈয়দপুরে নাঈম উল আউলিয়া ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার
ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
তৌসিফ রেজা (বিশেষ প্রতিনিধি)
নীলফামারীর সৈয়দপুরে নাঈম উল আউলিয়া ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলটি ১ এপ্রিল (সোমবার)
শহরের পুরাতন মুন্সিপাড়া অবস্থিত খানকাহ আলিয়া আশরাফিয়া আহমাদিয়া জান্নাতুন নাঈমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালিদ আজম আশরাফি (সাধারণ সম্পাদক আহলে সুন্নাত ওয়াল জামায়াত সৈয়দপুর পৌর শাখা) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা মারগুব আশরাফি, নাদিম আশরাফি, আরজু আশরাফি,হায়দার আলী হায়দার এমাদি, ইরফান আশরাফি প্রমুখ।
হায়দার আলী হায়দার এমাদির সঞ্চালনায় সভাপতিত্বে ছিলেন তাওহিদ আহমেদ আশরাফি (সভাপতি নাঈম উল আউলিয়া ফাউন্ডেশন)
উল্লেখ্য মাহফিলে অনলাইনের মাধ্যমে দোয়া পরিচালনা করেন জা নাশীনে মাখদুম আশরাফ সৈয়দ জামাল আশরাফ আশরাফি আল জিলানী। তিনি সংগঠনের কার্যক্রম দেখে অত্যন্ত খুশি হন এবং সংগঠনের সকলের সুস্বাস্থ্য কামনা করেন। এছাড়া আগত অতিথিরা সংগঠনের উত্তর উত্তর উন্নতি কামনা করেন।