নেত্রকোণা পৌরসভাধীন সরকারি কলেজ প্রাঙ্গণে মঙ্গলবার সকালে বাংলাদেশ ছাত্রলীগ, নেত্রকোণা সরকারি কলেজ শাখার উদ্যোগে মৌলবাদী গোষ্ঠীর কালোছায়া থেকে মুক্ত করে বুয়েটে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতির দাবিতে এবং বুয়েট কর্তৃক গৃহীত অসাংবিধানিক, মৌলিক অধিকার পরিপন্থি শিক্ষাবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন হয়েছে।
সে সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আউয়াল শাওন , সাধারণ সম্পাদক সোবায়েল আহাম্মদ খান, সরকারি কলেজ শাখার সভাপতি সৈয়দ আল রাকিব, সরকারি কলেজ ছাত্রলীগের উচ্চ মাধ্যমিক শাখার সভাপতি হারুনুর রশিদ,নেত্রকোণা জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মুশাহিদ , আবু আব্বাস কলেজের শাখার ছাত্রলীগের সভাপতি অপূর্ব চৌধুরি,আবু আব্বাস কলেজের উচ্চ মাধ্যমিক শাখার ছাত্রনেতা আব্দুর রহমান ইশান সহ ছাত্রলীগের সকল নেতৃবৃন্দ।
মানববন্ধন বক্তৃতায় নেত্রকোণা জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আউয়াল শাওন ও সাধারণ সম্পাদক সোবায়েল আহাম্মদ খান বলেন জেলা ছাত্রলীগের সমন্বয়ে গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রেখে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে ।ছাত্রলীগের মূলনীতি ধরে রেখে জনকল্যাণে ছাত্র নেতারা ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে ।