ভালোবাসা কার জন্য
কবি মোঃ সেলিম হোসেন
মানুষ,
এই জগতে বলো তুমি ভালোবাসবে কারে?
ভালো যারা আচরণে
কাজ করে যায় আপন গুণে
মুখে থাকে মিষ্টি হাসি
এমন জনে ভালোবাসি
এই জগতে মনেপ্রাণে আপন ভাবি তারে।
ভালোবাসা অন্তরেতে যতটুকু আছে,
সবটুকু দাও নিজের প্রতি
রেখো না তার একটু রতি
অন্যের প্রতি রাখলে মতি
তোমার ব্যাপক হবে ক্ষতি
সময় সম্পদ নষ্ট হবে ঘুরলে তাদের পাছে।
ভালোবেসে আপন করে যারে কাছে নিবে,
ভাববে যে সে মর্যাদাবান
আকাশেতে আলোকময় চাঁন
মিষ্টি হবে কথারই তান
অতি তুচ্ছ দেয় প্রতিদান
বলবে আপন কিন্তু মনে ঠাঁই কভু না দিবে।
ভালোবাসার ভাণ্ডার খানি রাখো নিজের জন্য,
বাঁচতে নিজে দুই জাহানে
তাকাও রে ভাই রবের পানে
জীবন কাটাও নবীর শানে
কুরআনের সুর রাখো তানে
ধর্মে দিয়ে ভালোবাসা জীবন করো ধন্য।