গোবিন্দগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালকের মৃত্যু
মোস্তাকিম রহমান,
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় একটি যাত্রীবাহী বাসের চাপায় রায়হান মিয়া গাটু (৩৫) নামের এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।
সোমবার(০৮ এপ্রিল)গোবিন্দগঞ্জের রংপুর - বগুড়া মহাসড়কের হাইওয়ে থানার সামনে এ মর্মান্তিক দুর্ঘনাটি ঘটে।
নিহত অটোরিকশা চালক রায়হান মিয়া গাটু নামের সে উপজেলার কুড়িপাইকা গ্রামের আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, সোমবার (০৮ এপ্রিল) সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে রংপুর - বগুড়া মহাসড়কের হাইওয়ে থানার
সংলাপ কালিতলা নামক স্থানে একটি অটোরিকশা দাড়িয়ে ছিলো।এসময় রংপুরগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস পিছন থেকে এসে অটোরিকশাটিকে স্বজড়ো
ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি উল্টে গিয়ে ঘটনাস্থলে অটোরিকশার চালক রায়হান মিয়া গাটুর মৃত্যু হয়।
এ বিষয়টি নিশ্চিত করেছে, গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব রহমান জানান , এখবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রেকার দিয়ে উদ্ধার তৎপরতা চালানো হয়। এ ঘটনায় ঘাতক বাসচালক পালিয়ে গেলেও বাসটি আটক করা হয়েছে। তিনি আরও বলেন, অটোরিকশা চালক রায়হান মিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহনের মাধ্যমে পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হয়েছে।