সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
সৈয়দপুরে তাহেরীর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর মানববন্ধন গাজীপুরের মৌচাকে ৭২ ঘন্টায় “শিহান” হত্যা মামলার রহস্য উদ্ঘাটন ও আসামি গ্রেফতার নুরুল হিকমাহ মাদরাসায় বিশিষ্টজনদের সুধী সমাবেশ অনুষ্ঠিত সৈয়দপুরে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করে জামায়াত সৈয়দপুরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান মহান আল্লাহ মদ ও মদের অর্জিত মূল্য হারাম করেছেন সোস এর উদ্যােগে বর্ণাঢ্য  র‍্যালি ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হোমিওপ্যাথিক ডক্টরস অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত পীরগঞ্জে পূবালী ব্যাংকের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)’র পবিত্র খোশরোজ শরীফ উপলক্ষে প্রস্তুতি সভা ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

মাদক  থেকে আল্লাহর দেয়া শরীরকে রক্ষা করতে হবে – ডেপুটি স্পিকার

প্রতিবেদক এর নাম / ১৬৭ বার পড়া হয়েছে
বর্তমান সময় সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:৪০ পূর্বাহ্ন

মাদক  থেকে আল্লাহর দেয়া শরীরকে রক্ষা করতে হবে – ডেপুটি স্পিকার

 

এ কে খান :

 

জাতীর জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশের একটি প্রান্তে এসে এখন স্মার্ট বাংলাদেশের নাগরিক হিসেবে গড়ে ওঠার পূর্ব শর্ত হলো ধূমপান ও মাদক মুক্ত থাকা। সুস্থ মানব সম্পদকে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করা। যেমন মাহাতাব বিশ্বাস তাঁর জান্নাতবাসি সন্তানের নামে ফরিদুজ্জামান জামে মসজিদ ও মাদ্রাসা প্রতিষ্ঠা মহতি উদ্যোগ। এই মাদ্রাসায় কি তৈরি হবে? নৈতিক শিক্ষা ও মানব সম্পদ। আগে বলা হতো মওদুদি ইসলাম এ দেশে প্রচলন করে জঙ্গি তৈরি করা হতো। মাদ্রাসা মসজিদকে অন্যভাবে দেখা হতো। কিন্তু আল্লাহর ইচ্ছায় রাষ্ট্র পরিচালনায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সমস্ত মসজিদ মাদ্রাসাকে সেই জায়গা থেকে দূরে আনতে সক্ষম হয়েছেন। এখন আর কেউ বলে না মাদ্রাসা জঙ্গি তৈরির কারখানা। এখন বলে মাদ্রাসা নৈতক শিক্ষা ও মানবতা তৈরির কারখানা। এটাই রাষ্ট্রনায়কের কাজ। আমরা রাজনীতি করি শুধু এমপি- মন্ত্রী, ডেপুটি স্পিকার, মহামান্য রাষ্ট্রপতি হওয়ার জন্য নয়। আমাদের রাজনীতি দেশ ও জাতির কল্যাণের জন্য। বাংলার মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বাঙালি সকল জাতিকে নিয়ে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে মাথা উঁচু করে এগিয়ে যাবে সেই লক্ষ্য নিয়ে জাতির পিতা তাঁর ৫৫ বছরের জীবনের ১৪ বছর কারাগারে থেকে আমাদের প্রতিষ্ঠিত করেছেন, এদেশ দিয়ে গেছেন।

 

 

গত শনিবার বিকালে পাবনার রাজাপুরে মাহাতব বিশ্বাস রিয়েল এস্টেটের মাহাতাব বিশ্বাস গ্রীন সিটিতে ফরিদুজ্জামান জামে মসজিদ ও মাত্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন ও ইফতার মাহাফিলে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা এ্যাড.শামসুল হক টুকু উপযুক্ত কথাগুলো বলেন। তিনি প্রস্তাবিত বেসরকারি (মাস্ট) ইউনিভার্সিটি’র চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক অধ্যক্ষ আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাসকে উদ্দেশ্য করে বলেন ৩ থেকে ৪ বছর ধরে উনি আমাকে বলছেন একটা ইউনিভার্সিটি করবেন। আমাকে সেখানে প্রধান উপদেষ্টা করবেন। আমি দেখছি তিনি কি করেন। দেখে শেষে একটা ফিনিশিং দেয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মাহাতাব বিশ্বাস রিয়েল এস্টেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মাহতাব উদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে ইফতারের আগে আরও সংক্ষিপ্ত বক্তব্য দেন পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আসম আব্দুর রহিম পাকন ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট বেলায়েত আলী বিল্লু। দৈনিক যুগান্তর ও চ্যানেল আইয়ের সাংবাদিক আখতারুজ্জামান আক্তার এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন, পৌর মেয়র শরিফ উদ্দিন প্রধান, বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি সাত্তার বিশ্বাস, ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার সভাপতি অধ্যাপক এসএম মাহবুব আলম, সাধারণ সম্পাদক আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, সাংগঠনিক সম্পাদক ডক্টর মনসুর আলম, ক্রিস্টাল গ্রুপের পরিচালক সেলিম সিদ্দিকী, গ্লোবাল টিভি ও দৈনিক মানব কন্ঠের পাবনা জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম জুয়েল, পাবনা কলেজের সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান বিপুল বিশ্বাস, বুয়েটের নবাগত শিক্ষার্থী নীল বিশ্বাস, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাবেক পরিচালক ও দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি আব্দুল খালেক খান পিভিএম, সিএনএফ টিভির চেয়ারম্যান খালেদ আহমেদ, দৈনিক পাবনার বাণীর ভারপ্রাপ্ত সম্পাদক রাহমতুল্লাহ দোলন, পাঠশালার সাধারণ সম্পাদক শিশির ইসলাম, তুহিন শেখ, জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক শাহাদৎ আলী মুন্সি, পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি সামসুর রহমান, সাংগঠনিক সম্পাদক শহীদুর রহমান শহীদ, জেলা ছাত্রলীগের সবেক সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, কয়রা বাড়ি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সৈয়দ সাইফুল ইসলাম, প্রধান শিক্ষক বোরহান উদ্দিনসহ বিপুল সংখ্যক মুসল্লি, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর