নাঈম উল আউলিয়া ফাউন্ডেশন এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ,প্রশংসা করলেন সৈয়দ জামাল আশরাফ জিলানী
তৌসিফ রেজা (বিশেষ প্রতিনিধি)
নীলফামারীর সৈয়দপুরে নাঈম উল আউলিয়া ফাউন্ডেশন এর উদ্যোগে শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
৮ এপ্রিল (সোমবার) শহরের পৌরসভা সড়কস্থ আদিবা কনভেনশন হলে রাত ৯.০০ টায় এই বিতরণী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খলিফা আলহাজ্ব নুরুদ্দীন আশরাফি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালিদ আজম আশরাফি (সভাপতি, মানব কল্যাণ শান্তি সংঘ) নাদিম আশরাফি (সাংগঠনিক সম্পাদক আঞ্জুমান এ গাউসিয়া) মো: আরজু আশরাফি (সাধারণ সম্পাদক মানব কল্যাণ শান্তি সংঘ),সৈয়দ আব্দুল্লাহ বাখশী (পাপ্পু) (সভাপতি আহলে সুন্নাত সৈয়দপুর পৌর শাখা),সাংবাদিক নাওশাদ আনসারী প্রমুখ।
তাওহিদ আহমেদ আশরাফির সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মাওলানা মারগুব আশরাফি। তারপর একে একে বক্তব্য দেন আগত অতিথিরা,
নানা দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন খালিদ আজম আশরাফি। অনুষ্ঠানের এক পর্যায়ে আগত দুস্থদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ শুরু করা হয়।উল্লেখ্য প্যাকেটে চাল,ডাল,তেল, সেমাই চিনি,ও মুরগী ছিলো।
উক্ত সংগঠনের সভাপতি তাওহিদ আহমেদ আশরাফি বলেন, আমাদের কার্যক্রমে আনুষ্ঠানিকতা কম থাকলেও জনসেবা মূলক কাজে আমরা পিছিয়ে নেই। হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের মুখে হাসি ফুটাতে পারাই আমাদের সফলতা। এছাড়া এই বিতরণী বিষয়টি আমার যখন আমাদের সংগঠনের পৃষ্ঠপোষক সৈয়দ জামাল আশরাফ আশরাফি আল জিলানীকে জানাই তখন তিনি অনেক খুশি হন এবং সংগঠনের সকলের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।