সাঘাটায় নিখোঁজ মানসিক ভারসাম্যহীন মজিরন বেওয়া'র সন্ধান চান পরিবার
মোস্তাকিম রহমান, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সাঘাটা উপজেলায়
মজিরন বেওয়া(৬০) নামের এক মানসিক ভারসাম্যহীন
মহিলা হারিয়ে গিয়েছে। এঘটনায় তার সন্ধান চেয়ে সাঘাটা থানায় একটি লিখিত সাধারণ ডায়েরি করা হয়েছে।
নিখোঁজ মজিরন বেওয়া সে উপজেলার কচুয়া ইউনিয়নের কচুয়া গ্রামের মরহুম সামছুল হক প্রধানের সহধর্মিণী।
হারিয়ে যাওয়ার সময় তাহার পড়নে ছিলো:-বেগুনি ও কালো রঙের শাড়ী,লাল সোয়েটার ও শাড়ীর ওপর চাদর। এছাড়াও তাহার গায়ের রং কালো,চুল ছোটো খাটো,তার পায়ে ছিলো স্যান্ডেল,তার উচ্চতা আনুমানিক ৪ ফিট ৮ ইঞ্চি এবং ওজন ৪৫ কেজি,জাতীয় পরিচয় পত্র নং- ৫৫০৭৮৪৬৩৯১।
থানা ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ২১শে জানুয়ারী সকাল আনুমানিক ৮ টার দিকে মানসিক ভারসাম্যহীন মজিরন বেওয়া
নামের মহিলা সে তার নিজ বাড়ি কচুয়া হইতে বের হয়ে
আর ফিরে আসেনি। এঘটনায় তার সন্ধানে তার পরিবারের সদস্যরা চারিদিকে
সম্ভাব্য বিভিন্ন স্থানে এবং লিফলেট, হ্যান্ডবিল,পোষ্টারিং ও মাইকে প্রচারণা চালিয়েও মানসিক ভারসাম্যহীন মজিরন বেওয়া'র কোনো সন্ধান পাওয়া যায়নি।
এরি একপর্যায়ে গত ২৮ জানুয়ারী/২৪ ইং তারিখে মানসিক ভারসাম্যহীন মজিরন বেওয়া'র সন্ধান চেয়ে পরিবারের পক্ষ থেকে তার বড় ছেলে মো. আব্দুল খালেক সাঘাটা থানায় একটি লিখিত
সাধারণ ডায়েরি করেন।যাহার জিডি নং ১২৫৮।
নিখোঁজ মজিরন বেওয়া'র বড় ছেলে মো. আব্দুল খালেক ও বোন মোছা. সেলিনা বেগম ও পরিবারের সদস্যরা ০১৭০৬~৯৪৩৭৭২ ও ০১৩০০~১২০৭৪৫ এই নাম্বারে যোগাযোগ সহ সন্ধান দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।