ঈদ আনন্দ
হানিফ রাজা
আর কটা দিন পরেই আসছে
খুশির তানে ঈদ,
কেনাকাটায় ব্যস্ত সবাই
উধাও চোখের নিদ।
নীল আকাশে উঠবে হেসে
শাওয়াল মাসের চাঁদ,
ঈদ মোবারক শুভেচ্ছাতে
কেউ যাবে না বাদ।
ধনী-গরিব সবার ঘরে
লাগছে খুশির ঢেউ,
এমন দিনে কারো মনে
দুখ দিয়োনা কেউ।
গরীব-দুখী আছে যারা
নিবে সবার খোঁজ,
ধনী-গরীব বিভেদ ভুলে
করো খোশে ভোজ।
এতিম যারা আছে পাশে
তাদের করো দান,
ওরাও যেনো গাইতে পারে
ঈদ আনন্দের গান।