নিয়ামতপুরে আলোর দিশারী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
জাকির হোসেন
নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃ
ছুটে যাও অজানার সন্ধানে,তবে ধ্বংস নয় সৃষ্টির উল্লাসে“ এই মূলমন্ত্রকে সামনে রেখে প্রতিবছরের ন্যায় সংগঠনের কার্যক্রমের অংশ হিসেবে এবারও নওগাঁর নিয়ামতপুরে আলোর দিশারী সংগঠন” এর উদ্যোগে যথাযথ ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার( ৯এপ্রিল)হাজীনগর ইউনিয়নে সীমান্তবর্তী গ্রাম মাকলাহাট কার্তিকতলা বাজারে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলের প্রধান অতিথি নিয়ামতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন, হাজীনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম ভিপি,ইউনিয়ন পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম,এসবি সোনাবর কলেজের সহকারী অধ্যাপক মানিক হোসেন প্রমুখসহ সংগঠনের সদস্যবৃন্দ, এছাড়াও এলাকার এক হাজারের অধিক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ইফতারের অংশগ্রহণ করে।
ইফতার শেষে আলোর দিশারী সংগঠনে সভাপতি ইঞ্জি: এম. মোশাররফ হোসেন সভাপতিত্বে সংগঠনের সদস্যদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ঈদের দিন ঈদ মোমেন্ট ক্রিকেট টুর্নামেন্ট ও ঈদের পর দিন শিক্ষার গুণগতমান উন্নয়ন শীর্ষক আলোচনা সভা ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠান সুন্দর সম্পূর্ণ করার লক্ষে আলোচনা করা হয।