প্রভুর দরবারে
মফিজুল শিকদার
রহমত নাজাত মাগফিরাত শেষে
বিদায় নিলো রোজা,
মোচন করতে পেরেছি কি আমি
আমার পাপের বোঝা।
প্রভুর শানে মিনতি আমার
করিও মোরে ক্ষমা,
হৃদয় মাঝে আছে যত
কালিমা আমার জমা।
শিক্ষা নিলাম রমাদান হতে
সরল পথে চলতে,
মিথ্যাকে আজ ভুলে গিয়ে
সত্য কথা বলতে।
করুণা আমার তব দরবারে
ওগো মালিক সাঁই,
বছর ঘুরে রমাদান যেন
আবার ফিরে পাই।
জানার শেখার অনেক কিছু
এখনো আছে বাকি,
সে নাগাদ তুমি রাখিও বেঁচে
দিওনা মোরে ফাঁকি।
তব নিকট এইতো চাওয়া
প্রভু দয়াময়,
থাকতে বেঁচে জান্নাত যেন
করতে পারি জয়।