বোঝা
মোঃ সেলিম হোসেন
পুরুষ ঘাড়ে বোঝা নিয়ে জন্মে ধরার পরে,
কেউবা আগে কেউবা পরে বোঝার তলে পড়ে।
কপাল গুণে কেউ সুযোগ পায় তৈরি হবার জন্য,
সময় হলে বোঝা বইতে কর্মে থাকে হন্য।
লেখাপড়া খেলাধূলায় ব্যস্ত থেকে কেহ,
ভার বহনে তৈরি করে আপন মন ও দেহ।
যৌবনকালে দেহ মনে পরিপক্ব হলে,
উপযুক্ত বোঝা বইতে তখন কাজে চলে।
কেউবা আবার শিশুকালেই পেটের দায়ে পড়ে,
অসময়েই ভারী বোঝা বইতে শুরু করে।
লেখাপড়ার অদম্য সাধ মনের মাঝেই মরে,
বেঁচে থাকার তাগিদ নিয়ে জীবন যুদ্ধে লড়ে।
নিজের বাঁচা স্বজন বাঁচা কত রকম দাবি,
এসব কিছু পূরণ করতে পুরুষ কেবল চাবি।
এই দাবি আর সেই দাবিতে চেপে যখন ধরে,
সর্ব সাধ্য দিয়ে পুরুষ দাবি পূরণ করে।
সবার চোখের জল মুছিতে পুরুষ ব্যস্ত থাকে,
নিজের চোখের জল শুকিয়ে যায় যে জলের প্যাঁকে।
বোঝার চাপে সাধ আহ্লাদ সব ভুলে গিয়ে তারা,
বইতে বইতে দায়ের বোঝা জীবন করে সারা।