গোবিন্দগঞ্জে আলোচিত অটোচালক হত্যার প্রধান আসামী গ্রেফতার
মোস্তাকিম রহমান,
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় আলোচিত ব্যাটারী চালিত অটো রিক্সাচালক আইয়ুব আলী ওরফে দুলা মিয়া হত্যার মূল প্রধান আসামি মোহাম্মদ বাবু হোসেন ওরফে বাবু লালকে গ্রেফতার করেছে গোবিন্দগঞ্জ থানার পুলিশ।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল)
গাইবান্ধার সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) উদয় কুমার সাহা প
গোবিন্দগঞ্জ
থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্যটি জানান।
প্রেস ব্রিফিংয়ে বলেন, ধৃত আসামি
বাবু হোসেন ওরফে বাব লাল দীর্ঘদিন ধরে ব্যাটারী চালিত অটো রিক্সার ছিনতাই এর উদ্দেশ্যে অটোচালক দুলামিয়ার গতিবিধির উপর নজর রাখছিলেন।
উল্লেখ, এ
ঘটনার দিন রাতে উপজেলার সাপমারা ইউনিয়নের শ্রীপুর এলাকার সিনটাজুরি নামক স্থানে গত ১৪ এপ্রিল রাত্রি আনুমানিক সোয়া ১১টার দিকে গলায় ছুরি দিয়ে আঘাত করে।
এতে অটোরিকশা চালক
দুলা মিয়া ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় আসামিরা ব্যাটারি চালিত অটো রিক্সাটি নিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেটি রাস্তা থেকে পাশের নিচু জমিতে পড়ে যায়। ফলে অটো রিক্সাটি রেখেই পালিয়ে যায় ধৃত আসামি বাবু লাল।
গ্রেফতারের পর ধৃত আসামি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে এসব তথ্য দিয়েছে বলে তিনি আরও জানান।
এ ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের জোর প্রচেষ্টা অব্যাহত আছে বলে তিনি আরও জানান।