রংপুরে যুবলীগ নেতা ডিজেল কে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি।
মাটি মামুন রংপুর।
বিশিষ্ট ঠিকাদার, যুবলীগ নেতা ও রংপুরের মেট্রোপলিটন চেম্বারের পরিচালক ডিজেল আহমেদকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি দেয়া হয়েছে।
ডাক বিভাগের মাধ্যমে রেজিস্ট্রি করা খামে করে এ হত্যার হুমকি দেওয়া হয়।
সোমবার (২২ এপ্রিল) বিকেলে ডাকযোগে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি প্রদানের বিষয়টি নিশ্চিত করেন যুবলীগ নেতা ডিজেল আহমেদ।
ডিজেল আহমেদ জানান, দুপুরে বাসায় ভাত খাওয়ার জন্য গেলে, ডাকবিভাগ থেকে একটি রেজিস্ট্রি করা খাম এসেছে বলে জানান স্ত্রী।
সেই চিঠির খাম খুলে দেখেন সাদা কাফনের কাপড়ে হত্যা করার বিষয়ে লেখা রয়েছে।
লেখাটি হলো, ‘ডিজেল মৃত্যুর জন্য প্রস্তুত থাক। যে কোনো সময় তুই মৃত্যুর স্বাদ গ্রহণ করবি। তোর জন্য সামান্য কাফনের কাপড় উপহার দিলাম ‘প্রস্তুত থাক’। খামের এক পাশে প্রেরকের স্থানে আব্দুল জলিল এবং রংপুর নগরীর কটকিপাড়া এলাকা উল্লেখ করা হয়েছে। সেই সাথে প্রেরকের ঠিকানার নিচে একটি মোবাইল নম্বর উল্লেখ করা হয়েছে।
ওই দিন রাতেই নিরাপত্তা চেয়ে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় লক্ষিন চন্দ্র দাস একটি সাধারণ ডায়েরি করেন।
আরপিএমপি কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ জানান, যুবলীগ নেতা লক্ষিন চন্দ্র একটি জিডি করেছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।