গাইবান্ধায় আন্তজার্তিক শব্দ সচেতনতা দিবস পালিত
মোস্তাকিম রহমান, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালন উপলক্ষে গাইবান্ধা জেলা প্রশাসন ও রংপুর বিভাগীয় পরিবেশ অধিদপ্তর- এর আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধ(২৪ এপ্রিল) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল, "আসুন সবাই শব্দ দূষণ হ্রাসে সচেষ্ট হই" এই প্রতিপাদ্যকে সামনে রেখে একটি বর্ণাঢ্য র্যালি জেলা প্রশাসক কার্যালয়ের চত্বর থেকে বের হয়ে জেলা শহরের বিভিন্ন বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গাইবান্ধা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মশিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, রংপুর বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের সিনিয়র অফিসার মো. হাসান-ই-মোবারক, অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মামুন, বিআরটিএ’র সহ-পরিচালক মো. রবিউল ইসলাম,জেলা মটর মালিক সমিতির সভাপতি কাজী মকবুল হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জাহিদ হাসান সিদ্দিকির সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেন, পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মো. হাসান-ই-সেফারক, জেলা মৎস্য কর্মকর্তা ফয়সাল আজম, গাইবান্ধা প্রেসক্লাব সভাপতি কেএম রেজাউল হক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন, রোভার স্কাউটের জেলা সম্পাদক উজ্জল চক্রবর্তী, জেলা কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের জেলা সভাপতি আব্দুল করিম, এসকেএস ফাউন্ডেশনের আশরাফুল আলম, গণ উন্নয়নের সুমন মিয়া, মোস্তাফিজুর রহমান, মো. যুবায়ের আহমেদ এসময় উপস্থিত ছিলেন।
এ দিবসে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, মিডিয়া কর্মী, সরকারি কর্মকর্তারা অংশ গ্রহণ করেন।