ঢাকায় এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালকের সাথে ড.হোসনে আরা বেগমের সৌজন্য সাক্ষাৎ
এ কে খান :
ঢাকায় প্রধান মন্ত্রীর কার্যালযের এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মোঃ সাইদুর রহমান এর সাথে ২৪ এপ্রিল তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন বগুড়ার কৃতি সন্তান, দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, বর্তমান যুগের আলোকবর্তিকা, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক, এনজিও ফাউন্ডেশনের পর্ষদ পরিচালক, শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম। সৌজন্য সাক্ষাৎ শেষে মহাপরিচালক মোঃ সাইদুর রহমান দেশে এনজিওদের বিভিন্ন সামাজিক উন্নয়ন কর্মকান্ড সম্পর্কে নানা দিক নির্দেশনা মূলক আলোচনা করেন। আলোচনায় টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম অংশ নেয়। তিনি বলেন বেসরকারি উন্নয়ন সংস্থার মাধ্যমে দেশের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের জন্য বিদেশি অনুদানে গ্রামীণ জনপদের প্রান্তিক ও সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে ছোট, ছোট এনজিওদের মাধ্যমে অর্থ ব্যয় ও বরাদ্ধকৃত অর্থের যথাযথ ব্যবহারে দরিদ্ররা অধিক সুবিধা ভোগ করতে পারে। ফলে দেশের অতি দারিদ্র্যতার তীব্রতা বেশি হ্রাস পাবে। বক্তাদের গুরুত্বপূর্ণ আলোচনা শেষে টিএমএসএস এর নির্বাহী পরিচালক, বর্তমান এনজিও বিষয়ক ব্যুরোর পর্ষদ পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম কর্তৃক, এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মোঃ সাইদুর রহমানের হাতে টিএমএসএস রচিত মুজিব জন্ম শতবর্ষ স্মারক গ্রন্থটি হস্তান্তর করেন। এ সময় ডক্টর হোসনে আরা বেগম বগুড়ায় টিএমএসএস পরিচালিত নানা কর্মকান্ড ও ফাউন্ডেশন অফিস কার্যালয়ের কার্যক্রম পরিদর্শন করতে মহাপরিচালক কে আহবান জানান। এ সময় এনজিও বিষয়ক ব্যুরোর কর্মকর্তা, টিএমএসএসের নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান ও মিডিয়া কমী উপস্থিত ছিলেন।