মাটি মামুন রংপুর
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ৯টায়
রংপুর নগরীর জুম্পাপাড়ার আলহেরা ইনস্টিটিউট স্কুল মাঠে শত শত মুসল্লি এ নামাজে অংশ নেন ।
মুসল্লিরা বলেন, বৃষ্টি না হওয়ায় প্রকৃতি উত্তপ্ত হয়ে
উঠছে।
স্বাভাবিক জীবনযাত্রায় বিরূপ প্রভাব পড়েছে। কৃষি ক্ষেত্রে বিপর্যয় নেমে এসেছে।
ইসলামিক গবেষক এবং এই ইসতিসকা নামাজের
ইমাম মাওলানা ইকবাল হোসেন জানান, নবী
করিম সা:-এর যুগেও অনাবৃষ্টির সময়ে এভাবেই
ইসতিসকার নামাজ হয়েছে।
এরপর বৃষ্টি হয়েছে।
এ কারণে অনাবৃষ্টির সময় বৃষ্টির জন্য ইসলাম
ধর্মাবলম্বীরা এই নামাজ আদায় করে থাকেন।
নামাজ শেষে তারা মহান আল্লাহর কাছে বৃষ্টি জন্য
প্রার্থনা করেন।
রংপুর আবহাওয়া অফিসের তথ্য মতে, গত
অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি ও
ফেব্রুয়ারি মাসে এক ফোটাও বৃষ্টি হয়নি রংপুর
অঞ্চলে।
শুধু মার্চ মাসে হয়েছিল ৯৮ দশমিক ১৮
মিলিমিটার বৃষ্টি।
এপ্রিল মাসেও দেখা মিলছে না বৃষ্টির।