সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
সৈয়দপুরে তাহেরীর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর মানববন্ধন গাজীপুরের মৌচাকে ৭২ ঘন্টায় “শিহান” হত্যা মামলার রহস্য উদ্ঘাটন ও আসামি গ্রেফতার নুরুল হিকমাহ মাদরাসায় বিশিষ্টজনদের সুধী সমাবেশ অনুষ্ঠিত সৈয়দপুরে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করে জামায়াত সৈয়দপুরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান মহান আল্লাহ মদ ও মদের অর্জিত মূল্য হারাম করেছেন সোস এর উদ্যােগে বর্ণাঢ্য  র‍্যালি ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হোমিওপ্যাথিক ডক্টরস অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত পীরগঞ্জে পূবালী ব্যাংকের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)’র পবিত্র খোশরোজ শরীফ উপলক্ষে প্রস্তুতি সভা ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

অপরাধের দাগ

প্রতিবেদক এর নাম / ১৫৩ বার পড়া হয়েছে
বর্তমান সময় সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:২২ পূর্বাহ্ন

 

মোঃ সেলিম হোসেন

চলিতে পথ দেখিলো সাধু সাজাপ্রাপ্ত চোর,
হাঁটিতেছে তফাতে তাঁর করি’ হস্ত জোড়।
মস্তষ্ক নত, বাকরূদ্ধ তা’র লজ্জিত নিশ্চুপ,
নয়ন যুগল’ অনুতাপে আড়ষ্টতার রূপ।

সাধু তা’রে দেখিয়া হায় ভালে তুলি’ হাত,
‘হায়! হায়! হায়! এ’কি দেখি গেলো বুঝি জাত।
চৌর্যবৃত্তি করিয়া যে সাজাপ্রাপ্ত হয়,
আর যাই বলো, সে-তো কভু গ্রহণযোগ্য নয়।

কি-গো তোমরা কে-বা কোথায় আছ আজি ভাই,
গেলো গেলো সবই আজি চোর নিয়েছে ঠাঁই।
সভ্যসমাজ, লাগিলো কলঙ্ক পুড়িলো তোমার মুখ,
হটাও হটাও এই পাপিষ্ঠ পেতে সকলের সুখ।’

স্ব গৌরবে চেঁচাচ্ছে সাধু বলিয়া জনে জনে,
এহেন শুনিয়া চোর হাসিয়া কহে মনে মনে।
‘দায়ের চাপে করিয়া ভুল দণ্ডপ্রাপ্ত হই,
মামুলি পাপের অভিশাপ থেকে আজও মুক্ত নই।

তুমি ওহে ভণ্ড সাধু গাহিছো পরেরে দোষ,
স্বার্থের মোহে করিছো ‘মন্দ’ আছে কি সেই হুঁশ?
হিংসা, গর্ব, অহংকার, ব্যভিচারে আছ মত্ত,
কুকিল কণ্ঠে মিথ্যা কে বানাইতেছ সত্য।

দেখিতেছেন তিনি বাজাও সাধু তোমার ঢোল,
মনোলোভা স্বরে গেয়ে যাও যত মিথ্যা বোল।”
সাধুর হাঁকডাক শুনিয়া জ্ঞানী আসিল সেথায়,
সকলি শুনিয়া জ্ঞানী তখন বিচারের গান গায়।

বলিলেন জ্ঞানী সাধুকে, ‘তবে শুনো বেশ,
অনুতপ্ত দণ্ডপ্রাপ্ত যার দণ্ড হইয়াছে শেষ।
সে কি আর ধারণ করে অপরাধী পরিচয়,
সাথে রাখো তারে পেয়ো নাকো আর ভয়।

সকলের মতো তারও আছে বাঁচার অধিকার,
তবে কেনো তারে হেয় করে করে দাও ঘরের বার?’
তাই শুনিয়া সাধু ক্ষুন্ন মনে গাহে নতুন সুর,
অদৃশ্য হয়ে অপরাধ এগিয়ে চলে বহুদূর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর