মোঃ রাসেল হুসাইন নড়াইল জেলা প্রতিনিধি
নড়াইলে ২৯ তম শ্রী শ্রী হরি লীলামৃত স্কুলের উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।কোমলমতি শিশুদের মাঝে নৈতিক শিক্ষা ছড়িয়ে দিতে মতুয়া মিশন নড়াইলের পক্ষ থেকে হরিলীলামৃত স্কুল স্থাপন অব্যাহত রয়েছে। স্কুল প্রতিষ্ঠার অংশ হিসেবে শুক্রবার (২৬ এপ্রিল) বিকাল ২টাই নড়াইল সদর উপজেলার শেখহাটী ইউনিয়নের দেবভোগ সার্বজনীন শ্রীশ্রী হরিচাদ মন্দির প্রাঙ্গণে নড়াইল জেলা মতুয়া মিশনের ২৯ তম হরিলীলামৃত স্কুলের উদ্বোধন করেন মতুয়া মিশন নড়াইল জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অসীম কুমার পাল। এ সময় জেলা কমিটির সেক্রেটারি অসীম বিশ্বাস, মতুয়া সন্দীপ কুমার রায়,মতুয়া প্রশান্ত কুমার, মতুয়া বাসুদেব পাল, মতুয়া দেব মজুমদার,মতুয়া প্রশান্ত বিশ্বাস, মতুয়া পীযুষ কুমার বিশ্বাস, মতুয়া কুমারেশ রায়, মতুয়া গৌড় শীল, মতুয়া প্রসেনজিৎ বিশ্বাস,মতুয়া ভক্ত দাস সিরালি
সহ মতুয়া মিশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।