ভোলা প্রতিনিধি
ভোলার ইলিশা লঞ্চঘাটে অভিযান চালিয়ে শহিদ সুকান্ত বাবু নামের একটি লঞ্চ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।
আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় লক্ষিপুর থেকে ভোলার ইলিশা ঘাটে লঞ্চটি পৌঁছলে অভিযান চালিয়ে এ গাঁজা উদ্ধার করা হয়।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শামীম আহমেদ সোহাগ এ তথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার সন্ধায় ইলিশা লঞ্চঘাটে মাদকের বিরুদ্ধে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। এ সময় লক্ষ্মীপুর থেকে ছেড়ে আসা শহীদ সুকান্ত বাবু নামের একটি লঞ্চ ইলিশা ঘাটে আসলে অভিযান চালানো হয়। এসময় একটি ট্র্যাভেল ব্যাগ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ধারনা করা হচ্ছে মাদক ব্যবসায়ী পুলিশের উপস্থিতি টের পেয়ে গাঁজা রেখে পালিয়ে গেছে।