কামরুজ্জামান শাহীন ভোলা প্রতিনিধি:
ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণে একটি অবৈধ শিশু খাদ্য তৈরীর কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল জুস,ড্রিংকো ও জেলি জব্দ করা হয়েছে। এ সময় ওই কারখানার মালিককে ভ্রাম্যমাণ আদালতে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।
শনিবার (২৭ এপ্রিল) রাতে উপজেলার শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বকুল বেপারী বাড়িতে ভ্রাম্যমান আদালত এ অভিযান পরিচালনা করেন।
কারাদণ্ডকৃত ব্যক্তির নাম মো. আয়াতুল্লাহ ব্যাপারী। তিনি চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের আবুল কাশেম ব্যাপারীর ছেলে।
অভিযান পরিচালনা করেন চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনা (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালেক মূহিদ। এসময় তার সাথে আরও উপস্থিত ছিলেন, শশীভূষণ থানা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধি।
এ ঘটনায় কারখানা মালিক আয়াতুল্লাহ ব্যাপারীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত করেছেন চরফ্যাশন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহাম্মদ সালেক মূহিদ। আজ রবিবার তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।
চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনা (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালেক মূহিদ এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে উপজেলার শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে একটি ভেজাল শিশু খাদ্যের কারখানায় অভিযান চালিয়ে জুস, ড্রিংকো ও জেলীসহ এসব তৈরির একাধিক মেশিন, কাঁচামাল ও কেমিক্যাল জব্দ করা হয়েছে। এসময় কারাখানার মালিক আয়াতুল্লাহ বেপারী নামে একজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। জব্দকৃত মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য জব্দকারী কর্মকর্তার জিম্মায় রাখা হয়েছে।